পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-তাম্রলিপ্ত রাজ্য। ፄዓ অধিকার করেন। র্তাহার সময়ে তাম্রলিপ্তে জাহাজ নিৰ্ম্মিত হইত। * বিজয়সিংহ সমুদ্রপথে সেই সকল জাহাজ লইয়া সিংহলে গমন করিয়াছিলেন। বৌদ্ধগ্রন্থ মহাবংশ হইতে জানা যায় যে, ৩০৭ খৃঃপূৰ্ব্বাদে তাম্রলিপ্ত নগর সমুদ্রকূলবৰ্ত্তী একটি প্রধান বন্দর বলিয়৷ বিখ্যাত ছিল এবং ঐ বন্দর হইতেই বৌদ্ধদিগের আরাধ্য বোধিদ্রুম সিংহলে প্ররিত হয়। খৃষ্টীয় প্রথম শতাব্দীতে কোন অজ্ঞাতনাম গ্ৰীক খণিক্‌ “আরব্য-সাগর-বহির্বাণিজ্য-বিবরণ” নামে একখানি গ্রন্থ লিখিয়াছিলেন। ঐ গ্রন্থ ইংরাজীতে “Periplus of the Erithrian” নামে অঙ্কুবাদিত হইয়াছে। উহাতেও লিখিত আছে* যে, তৎকালে তাম্রলিপ্ত বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। ; ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে যে যবনগণ উপনিবেশ স্থাপন করিয়াছিলেন, তাহারাও খুষ্টীয় প্রথম শতাব্দীতে তাম্রলিপ্ত হইতেই গমন করেন। ৭ বৌদ্ধযুগে তাম্রলিপ্তে তাম্রলিপ্ত রাজ্যের প্রধান সক্ষরাম ছিল। তাম্রলিপ্ত-রাজ্যের চতুর্দিকেই যে সে সময় বৌদ্ধধৰ্ম্ম বিশেষরূপে বিস্তৃতি লাভ করিয়াছিল, বৰ্ত্তমান সময়ে তাহা অকুমান করা সুকঠিন হইলেও মেদিনীপুরের বিজন পল্লী ও নদী-সৈকত এখনও শত শত বৌদ্ধ-কীৰ্ত্তি তস্মাচ্ছাদিত অস্থিখণ্ডের ন্যায় বক্ষে ধারণ করিয়া রাখিয়াছে। বুদ্ধদেবের দেহত্যাগের অত্যন্ত্রকাল পরে নন্দবংশীয় রাজগণ মগধের • વત્તાનન-ાઈ રહ–ઃ ઝબ + मशष९*-s२* e *** *ब्रिह्लश्नं ।

  1. Mukherjee's Magazine, June, 1873 p. 26o.

T Hunter's Orissa vol. 1. p. 310.