পাতা:মোহন-মাধুরী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তাঙ্ক । , প্রথম গর্ভাঙ্ক। নীলাম্বর ব্যাধের প্রাসাদ সম্মুখ । ( চারিজম বাদের প্রবেশ।) ১ম ব্যাধ। ওরে ভাই, আমরা পথ ভুলে এ কোথায় এসে পড়লুম। ২য় ব্যাধ। দূর পাল৷ দিন কাণা, পথ ভুলব কেন ? যে ওই দেই সিমুলগাছটা দেখতে পাচ্চিমূ না। ১ম ব্যাণ। আরে ভাইত, অামার চকে ধাঁধা লেগেছিল নাকি। ৩য় ব্যাধ। আচ্ছা ভাই,জামরা যদি পথ ভুলিনি, এখানে তবে রাজবাড়ী এল কেমন করে । ৪র্থ ব্যাধ। ভূইও যে দেখ চি চোকের মাখা খেয়েচি । এটা বুঝি রাজবাড়ী ? ১ম ব্যাধ। রাজবাড়ী ন হক একটা বড় কোটাবাডিী ও বটে। তায় আবার যে সে কোটা নয়-এর কাছে রাজ বাড়ীও হার মেনে যায়। অামিত ভাই সাডে চল্লিশ বছর হ’ল এই পথ দিয়ে যাওয়া আসা কড়ি, কোটাবাড়ী চুলোয় যাক, একখানা ইটও চকে পড়েনি।