পাতা:মোহন-মাধুরী.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

॥৭ ২য় ব্যাধ। তোর মত মিথ্যাবাদী ত আর দুট নেই । তোর • বয়স এখনও চল্লিশ হয়নি, তুই কেমন করে সাড়ে চৰিশ বছর এই পথ দিয়ে যাওয়া আসা কৰি । ১ম ব্যাধ। আহা৷ পদ্মার আমার কি সব বুদ্ধি ( অামার মা যে দশমাস ধরে অাষায় পেটে ধরে এই পথ দিয়ে গেচে এয়েচে সেটা বুঝি হিসেবের মধ্যে গণ্যি নয়, বলি তুমি পেটে কি তোমার যা কোথায় যেতে আাতে হ’লে তোমাকে বাড়ীতে রেখে যেতেন। আয় ব্যাধ। নে, নে তোর অার জ্যাঠামি কৰ্ত্তে হবে না। তুই

  • যদি এত চালাক হয়ে থাকিস্ ত বলু দেখিনি এ

বাডীটা কোথেকে প্রল। ৪র্থ ব্যাধ। খ্যা বল দেখি বাবা,এই বার চালাকী বোঝা যাবে। ১য় ব্যাধ। বল ব, বল ব[ চিস্ত ] ও এড অতি সহজ কথা। আমি এ রকম ঢের শুনেছিছেলেবেলায় ঠাকুরমা কত দতিদানবের কথা বতাদের কাজের মধ্যে ছিল, এক দেশের বাড়ী তুলে নিয়ে গিয়ে আর এক দেশে রাখা। আমার বেশ মনে পড়ে, চীনদেশে একটা দড়ি ছিল ২য় ব্যাধ। রক্ষ কর, যার তোমার এখন রূপকথা বল তৈ। হবে না। এখন যে বিষম সমস্যায় পড়েছি, তাই থেকে আগে গ্ৰীণ বাচাই । ৪র্থ ব্যা। তোর কেউ যদি জামায় ঠাট না করিখ ড আমি। একটা কথা বলি।