পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- যশোহর-খুলনার ইতিহাস প্রসঙ্গে, কখনও বা গোবিন্দদাস প্রভৃতি পদকর্তাকে লইয়া রাধাকৃষ্ণের লীলা তরঙ্গে—বসন্ত রায় নানাক্ষেত্রে, নানা সাজে চরিত্রাভিনয় করিতেন। ইতিহাসে প্রবাদে বা গল্পে তাহার সম্বন্ধে যাহা কিছু সঞ্চিত আছে, তাহা হইতে ইহাই প্রতীতি হয় যে, তিনি মহাপ্রাজ্ঞ, কৰ্ম্মকুশল, সুরসিক ও ভক্তিমান। যশোর রাজ্যের তিনিই প্রতিষ্ঠাতা ; সে রাজ্যের গৌরববৃদ্ধির কারণও তিনি এবং র্তাহার হত্যার ফলে সে রাজ্য ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। পরবত্তী ঘটনাবলী ইহার সাক্ষ্য দিবে। যে সকল কায্যের জন্ত বসন্তরায়ের নাম চিরস্মরণীয় হইয়া রহিয়াছে, আমরা এ স্থলে তাহার কয়েকটির উল্লেখ করিতেছি। প্রথমতঃ তিনি বাঙ্গালা রাজ্যের রাজস্ব-হিসাব প্রস্তুত করিবার পক্ষে প্রধান সহায়ক হন। আমরা পূৰ্ব্বে বলিয়াছি তিনি দায়ুদের সময়ে খালিসা-বিভাগের কর্তা বা রাজস্বসচিব ছিলেন এবং তাহার খুল্লতাত শিবানন্দ কানুনগো দপ্তরের প্রধান কৰ্ম্মচারী ছিলেন ; সুতরাং জমি ও রাজস্বসংক্রান্ত যাবতীয় হিসাবপত্র ইহাদেরই হাতে ছিল, তন্মধ্যে বসন্ত রায়ের কার্য্যই দায়িত্বপূর্ণ, কারণ রাজকোষও তাছারই হস্তে ছিল। এজন্ত মোগল কৰ্ম্মচারিগণকে রাজস্ব সংগ্ৰহ করিবার পূৰ্ব্বে, পূৰ্ব্বতন যাবতীয় হিসাবপত্র বসন্ত রায়ের নিকট হইতে লইতে ইয়াছিল। সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। বাদশাহ আকবর মনে করিয়াছিলেন যে, একজন নাজিম বা সুবাদার দ্বারা বঙ্গের শাসন চলিবে ; কিন্তু তাহা হইল না । ইহার রাজস্বসংক্রান্ত ব্যাপার এত জটিল যে, উহার জন্ত তাহাকে ১৫৭৯ খৃষ্টাব্দে একজন দেওয়ান নিযুক্ত করিতে হয়। * কিন্তু তিনিও হিসাব ঠিক করিতে পারেন না। অধিকন্তু, পর বৎসর বাদশাহী উজীর মনস্তরের নির্দেশমত বঙ্গেশ্বর মুজঃফর খাঁ যখন কঠোরভাবে জায়গীরদারদিগের নিকট হইতে বাকী প্রাপ্য আদায় করিতে যান, তখন তাহারা ঘোর বিদ্রোহ উপস্থিত করে । এ সময়ে যশোহরে কোন গোলযোগ হয় নাই । আকবরের নূতন ধৰ্ম্মমত এই বিদ্রোহের অন্ততম কারণ ছিল বলিয়া প্রধানতঃ পাঠানেরাই এই সময়ে বিদ্রোহী হয় এবং টোডরমল্প যখন বিদ্রোহ নিবারণ করিতে প্রবৃত্ত হন, তখন তিনি হিন্দু সামন্তরাজগণের সাহায্য পাইয়াছিলেন। ১৫৮০ অকো টোডরমল্ল বিদ্রোহ দমন জন্ত বঙ্গে আসেন এবং বিদ্রোহের শান্তি হইলেও

  • Early Revenue History of Bengal, (Ascoli ) p. 14,