পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

समग्नु ब्रम्न * へ কথা ঠিক মনে করি না। তর্কপঞ্চাননই রাজবংশের গুরু হইয়াছিলেন, এবং র্তাহার বংশীয় অঁাধারমাণিকের ভট্টাচাৰ্য্যগণ এখনও গুরু আছেন। তর্কপঞ্চাননের ভ্রাতা পৃথীধর তীর্থযাত্রা করিয়া নিরুদেশ হইলে তৎপুত্র ভবানীদাস পিতার অনুসন্ধানে যশোর অঞ্চলে আসেন, সেখান হইতে কালীঘাটে আসিয়া ভুবনেশ্বরের সহিত র্তাহার সাক্ষাৎ হয়। সস্তানাদির মধ্যে ভুবনেশ্বরের একমাত্র কন্যা ছিল ; তিনি তাহার সহিত ভবানীদাসের বিবাহ দেন। পূৰ্ব্বেও ভবানীদাসের অন্ত বিবাহ ছিল এবং খন্নিয়ানে তাহার সে পক্ষের যাদবেন্দ্র ও রাজেন্দ্র নামক দুই পুত্র ছিল বলিয়া জানা যায়। ভবানী দাস vমায়ের সম্পত্তির অধিকারী হইয়া কালীঘাটে বাস করিলে, যাদবেন্দ্ৰ আসিয়া নিকটবর্তী গোবিন্দপুরে বসতি করেন ; রাজেন্দ্রের কোন সংবাদ পাওয়া যায় না । ভুবনেশ্বরের কস্তার গর্ভে ভবানীদাসের চারি পুত্র হয় যাদবেঙ্গ ও উক্ত চারিপুত্ৰ—এই পাঁচজনে কালীমায়ের সম্পত্তির অধিকারী হন, এবং আলিবর্দী খার সময়ে “হালদার” উপাধি পান। কালীঘাটের স্ববিখ্যাত হালদার পরিবারের সহিত আঁধার মাণিকের ভট্টাচাৰ্য্যগণের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। ভুবনেশ্বর ব্রহ্মচারী (চক্রবর্তী ) চওঁীবর তপস্বী (চক্রবর্তী) ( শাণ্ডিল্য বন্দ্য ) (কাপ্তপ চট্ট, শ্ৰীকরের ধারা) | | - (8) পৃথ্বীধর (২) কমলনয়ন ਆਿ | কন্ত) = ভবানীদাস= প্রথম স্ত্রী - | - | (১) যাদবেন্দ্র সাং গোবিন্দপুর | — | (২) রামগোপাল (৩. রামগোবিন্দ (৪) রামনারায়ণ (৫) রামশর সাং কালীঘাট সাং গোবিন্দপুর সাং কালীঘাট সাং গোবিন্দপুর { এই ৫জন কালীঘাটের হালদারবংশের আদি । বংশাবলীর জন্য, কালীক্ষেত্রদীপিকা, ১২৫-২৮ পৃষ্ঠা দ্রষ্টব্য ]