পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোন জাতির প্রতি আমার বিরক্তি নাই, অধিক অমুরক্তিই আছে। এ কথা সত্য যে, এক জাতির পক্ষে অন্তের অভিজাত্য ব্যাখ্যা করা দুঃসাধ্য কাৰ্য্য ; কিন্তু আমার সে জাতীয় অজ্ঞতা দূরীকরণ করিতে যে আমি অত্যধিক চেষ্টা করিয়াছি, তাহার পরিচয় এ গ্রন্থে পাইবেন । তবুও আমার ভ্রম প্রমাদ আছে, স্বীকার করি ; সে অজ্ঞানকৃত ভ্রম ক্ষমার্হ। কেহ কোন ভুল প্রদর্শন করিলে, তাহ সাদরে গ্রহণ করিব এবং পরবর্তী সংস্করণে বা অন্ত ভাবে উহার সংশোধন করিব। যেখানে সুযোগ পাইয়াছি, প্রথম খণ্ডের অনেক মতভ্রান্তি এই খণ্ডে সারিয়াছি ; ঐতিহাসিক গবেষণাই সে দিকে আমাকে সাহায্য করিয়াছে। মত থাকিলেই পরিবর্তন হয়, মত পরিবর্তনের জন্ত আমি কিছু মাত্র ক্ষুব্ধ হই নাই। একমাত্র প্রার্থনা, কেহ দয়া করিয়া ভ্রম দেখাইয়া দিলে তাহা আমি নতশির হুইয়া মানিয়া লইব ; আমার ভিতর জাতিবিদ্বেষ বা পক্ষপাতিতার অনর্থক কল্পনা করিয়া অযথা গালিবর্ষণ করিলে, তাহাতে শুধু শ্রমক্লান্ত অকিঞ্চন সেবককে মনোকষ্টই দেওয়া হইবে। যেখানেই কোন গ্রন্থকারের মতামত গ্রহণ বা বিচার করিয়াছি, পাদটীকায় স্পষ্টতঃ উহার উল্লেখ আছে। আমি প্রত্যেকের নিকট চিরঞ্চণী । এ গ্রন্থ সঙ্কলনে আমি যে কাছার নিকট ঋণী নহি, তাহ বলিতে পারি না। কেহ বিবরণী লিখিয়া পাঠাইয়া, কেহ তথ্যানুসন্ধানে পথ দেখাইয়া, কেহ আমাদিগকে সবান্ধবে রাজোপচারে আতিথ্যসৎকারে আপ্যায়িত করিয়া, কেহ বা আশীৰ্ব্বাদে ও উৎসাহবাণী দ্বারা মহাপ্রাণত জানাইয়া, আমাকে সৰ্ব্বদ প্রবুদ্ধ ও কৃতাৰ্থ করিয়াছেন। ইহা ভিন্ন কত স্থানে আমার কত প্রিয়তম ছাত্র আমাকে কত ভাবে সাহায্য করিয়াছেন, তাহা অার কত বলিব ? সকল ব্যক্তির নামোল্লেখ এখানে অসম্ভব। আমি সৰ্ব্বাস্তঃকরণে র্তাহাদের সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। আর যাহাঁদের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য, উহাদেব কতকের কথা প্রথম খণ্ডের ভূমিকায় লিখিয়াছি, এখানে পুনরুল্লেখ নিম্প্রয়োজন। এতদ্ভিন্ন এ খণ্ডের সঙ্গে যাহাদেব নাম বিশিষ্টভাবে সংশ্লিষ্ট এবং যাহাঁদের কথা বাকী আছে বা স্মরণ করিতে পারি, তাহদের কথা বলিয়৷ এখানে বক্তব্যের উপসংহার করিব। - সৰ্ব্বাগ্রে আমার ঐতিহাসিক গুরুদেব, বিশ্বৰিশ্রত প্রত্নতাত্ত্বিক, অধ্যাপক শ্ৰীযুক্ত যদুনাথ সরকার মহোদয়ের চৰণে