পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oes যশোহর-খুলনার ইতিহাস বর্ণাশুদ্ধি অনেক আছে, কিন্তু তাহ সংশোধন না করিয়াই অবিকল প্রকাশ করিলাম। এই কারিকায় কতকগুলি সাঙ্কেতিক শব্দ ব্যবহৃত হইয়াছে, যথা— বিবাহস্থলে “বিং, কন্যাদানের বেলায় “দানং” এবং সম্বন্ধের প্রকৃতি প্রসঙ্গে "সং, উচিতং, উপ, উপকড়ি, অপ, অত্যপ” প্রভৃতি। উচ্চঘরে বিবাহ কাৰ্য্য করিলে “সৎ, সমান ঘরে কায করিলে “উচিতং” তন্নিয়ে অন্তান্ত সঙ্কেত। “অপ” ও “অত্যপ” অত্যন্ত হীন সম্বন্ধ বুঝাইয়া দেয়। “দৌ” বলিতে দৌহিত্র বুঝিতে হইবে, যেখানে “বমুদেী” আছে, সেখানে বুঝিতে হইবে, বমুকন্যার গর্ভজাত সস্তান। “গজপতি গুহ বিং সৎ লক্ষ্মণ ঘোষ উপগণপতি ঘোষ। দানং উপকামঘোষ উপ-ঘোষ। সুতা ছকড়ি গুহ জগন্নাথগুহ চতুভূজ গুহ * । ছকড়ি গুহ বিং সৎ জনাৰ্দ্দন বসু উপ রাম ঘোষ। দানং সৎ গোপিনাথ বসু উপ জিতামিত্র বসু গন্ধৰ্ব্ব মন্বিক । সুত রামচন্দ্র গুহ বিং উচিতং সষ্টিবর বসু উচিতং শ্ৰীকান্ত ঘোষ। দানং সৎ জগদানন্দ বস্তু উপভবানন্দ ঘোষ। স্থত বসুদেী ভবানন্দ গুহ গুণানন্দ গুহ সিবানন্দগুহাঃ । ভবানন্দগুহ বিং সৎ পরাশর ঘোষ উপ শ্ৰীনিবাস ঘোষ। দানং সং জগদানন্দ রায় সং ক্রনিধি বস্তু উপ চতুভূজ ঘোষ উপকড়ি চাদ বসু। সুতা শ্ৰীহরি গুহ রাজা বিক্রমাদিত্য চন্দ্রশিখর গুহে। বিক্রমাদিত্য বিং সংবিষ্ণুঘোষ সং উগ্রকষ্ঠ বস্থ। দানং সৎ গোবিন্দ ঘোষ লস্কর উচিতং নয়নানন্দ বসু অত্যপ চাদরায় দেব। সুতে বসুদেী রাজা প্রতাপাদিত্য ঘোধদেী ভূপতি রায় লক্ষ্মীনাথ রায়াঃ । প্রতাপাদিত্য বিং সৎ জগদানন্দ রায় সং গোপাল ঘোষ—কবিশ্চন্দ্র র্থ নাগ। দানং উচিতং রাজবল্লভ রায় উপগ্রহ রাজা রামচন্দ্র পণং বিনা। সুত নাগদেী উদয়াদিত্য অন্তরায় সংগ্রাম রায় ঘোষ দেী রামভদ্র রায় রাজীব লোচন রায় জগদ্ধল্লভ রায় । উদয়াদিত্য বিং সৎ কন্দৰ্প রায় । অনন্ত রায় বিংসৎ গোপাল দাস বসু সুত বিজয়াদিত্য বিংসৎ রমাবল্লভ রায় বসু । সংগ্রাম রায় বিংসৎ চাদ বসু। রাম ভদ্ররায় বিংসৎ জগন্নাথ—। রাজীব লোচন বংশ নাস্তি । জগত বল্লভ রায় বিংসৎ গোবিন্দ লস্কর । * * * চন্দ্রসিখর গুহ বিং সৎ শ্ৰীচন্দ্র বস্ত্ৰ ॥ গুণানন্দ গুহ বিংসৎ • এই কারিক সম্ভবতঃ পূৰ্ব্বৰষ্ট্ৰীয় প্রামাণিক ও অতি পুরাতন কারিকা। কাড়াপাড়া নিবাসী যুক্ত সারদাচরণ করার মহোদ্বয়ের নিকট হইতে এই কারিক সংগ্ৰহ করি।