পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপের রাজ্যলাভ እቖ® সম্পূর্ণ ভাবে ২৪ পরগণা জেলার অন্তর্গত ; আর কালিন্দী হইতে মধুমতী পর্যন্ত বিস্তৃত পূৰ্ব্বরাজ্য পড়িল প্রতাপের অংশে ; উচ্ছ এখন সম্পূর্ণ খুলনা জেলার অন্তর্গত। আপাততঃ উভয় রাজ্যাংশের রাজধানী যশোহরেই রহিল। সমগ্র রাজ্যের পরিরক্ষণ জন্য আবশ্বক মত উপযুক্ত স্থানে নিৰ্ব্বিবাদে সৈন্ত রক্ষা ও দুর্গনিৰ্ম্মাণ করা যাইবে, ইহাই স্থির হইল । প্রতাপ একস্থানে উভয় অংশের রাজধানী রাখিতেই ইচ্ছুক ছিলেন না। এ সময়ে যশোহর নগরের অনেক দূর দক্ষিণ পর্যন্ত সুন্দরবন পরিষ্কৃত হইয়াছিল। দক্ষিণ দিকে যেখানে যমুনা পুনরায় দ্বিধা বিভক্ত হইয়াছিল, এবং পূৰ্ব্বমুখে ইচ্ছামতী বা কদমতলী শাখা এবং পশ্চিম দিকে যমুনা প্রবাহিত হইতেছিল, সেই স্থান পৰ্য্যন্ত প্রায় ৮১৯ মাইল স্থান পরিষ্কৃত হইয়াছিল । * সেই স্থানে যমুনা ও ইচ্ছামতীর দক্ষিণ পারে ভীষণ জঙ্গল ছিল। প্রতাপাদিত্য ঐ জঙ্গল পরিষ্কার করিয়া নূতন রাজধানী স্থাপন করিবার কল্পনা করিলেন। তিনি যমুনা গর্ভ হইতে | উখিত আগ্রা দুর্গ এবং গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রয়াগে ইল্লাহাবাদ দুর্গ দেখিয়া আসিয়াছেন। এইবার তিনি তদন্তুকরণে যমুনা ও ইচ্ছামতীর সঙ্গম স্থলে ধূমঘাটে নূতন দুর্গ স্থাপনের জন্য উদ্যোগী হইলেন। বর্তমান মুকুন্দপুরে যে যশোহর নগরীর প্রথম দুর্গ স্থাপিত হয়, তাহাতে উত্তর দিক হইতে শত্ৰ আসিবার সম্ভাবনা ছিল বলিয়া, সেই দিকেই বাধা দিবার বিশেষ ব্যবস্থা ইয়াছিল। কিন্তু এখন দক্ষিণ দিক হইতেও শক্রর আগমন অসম্ভব ছিল না। আরাকাণ ও সন্দ্বীপ হইতে মগের পররাষ্ট্রঞ্জয় ও দেশ লুণ্ঠনে অসাধারণ শক্তিশালিতার পরিচয় দিতেছিল, পটুগীজ ফিরিঙ্গিরাও তাহাদের সহিত যোগ দিয়া দমাবৃত্তি করিতেছিল। স্বতরাং চতুর্দিক হইতে দুরধিগম্য ও দুর্ভেদ্য দুর্গের প্রয়োজন। প্রতাপ এবার তাহারই তায়োজন করিলেন । বসন্তরায় তাহার প্রস্তাব প্রতিভাসম্পন্ন ভ্রাতুষ্পুত্রের উপযোগী বলিয়া গ্রাহ করিলেন এবং তিনি নিজে উদ্যোগী হইয়া, নূতন রাজধানীর পত্তন আরম্ভ করিয়া দিলেন । এ বিষয়ে তাহার যে অভিজ্ঞতা ছিল, প্রতাপ তাহার সাহায্য লইতে কুষ্ঠিত হইলেন না ।

  • প্রথম সংস্থাপিত যশোহর নগরী উত্তর দক্ষিণে ৮১• মাইল বিস্তৃত ছিল। রামরাম

| বহুও ইছাকে পঞ্চক্রোণী বলির বর্ণনা করিয়াছেন। কোন একটি ক্ষুদ্র স্থানকে বশোহর বলিত না । উপকণ্ঠ লইয়া ১০ মাইলব্যাপী সমস্ত স্থানের সাধারণ নাম ছিল যশোহর ।