পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাপাদিত্যের রাজধানী እ¢ፃ বাড়ীর সদর দরজায় মিশিয়াছে। রাস্তাটি এখনও আছে। সেই রাস্তার অপর পারে ঠিক রাজবাটীর সন্মুখে বারদুয়ারী গৃহের ভগ্নাবশেষ এখনও রহিয়াছে। ইহা অতি সুন্দর, কারুকার্যখচিত স্বৰূঢ় অট্টালিকা ছিল। মোগলদিগের ভাষায়"ইহাই প্রতাপাদিত্যের দেওয়ানী-আম বা সাধারণ দরবার গৃহ। এ কথিত আছে, প্রতাপ এই পূৰ্ব্বপশ্চিমে দীর্ঘ গৃহে দক্ষিণমুখী হইয় দরবারে বসিলে মায়ের মন্দিরের সদর দ্বার দেখিতে পাইতেন এখনও তাহ দেখা যায়। বারদ্বারীর সন্মুখে পদ্মপুকুর। উহারই দক্ষিণে আসিয়া যশোরেশ্বরী দেবীর মন্দির। উহা একটি চকমিলান বাড়ী। উত্তরদিকে সদর দ্বার, তাহার দুই পার্থে সারি সারি কয়েকটি ঘর। পূৰ্ব্ব পোতায় মন্দির এবং মায়ের মূর্তির সম্মুখে পশ্চিম পোতায় তাহার একটি তোরণ এবং উহার দুই পাশ্বে ও দ্বিতলে কয়েকটি বাসের গৃহ। দক্ষিণেও সারি সারি পাকা ঘর। মধ্যস্থলে আধুনিক নাটমন্দির, পূৰ্ব্বে কি ছিল জানা যায় না। মায়ের বাড়ীর পশ্চিমদিকে একটি সদর পুষ্করিণী এবং পূৰ্ব্বদিকে থপরপুকুর ও উত্তরপূৰ্ব্ব অর্থাৎ ঈশান কোণে চণ্ডভৈরব মহাদেবের ত্রিকোণ মন্দির। মায়ের বাড়ী ত্যাগ করিয়া আরও দক্ষিণদিকে অগ্রসর হইলে একটি প্রাচীন অট্টালিকা দেখিতে পাওয়া যায়, উহাকে লোকে সাধারণতঃ হাবসিখানা বলে। ইহা অতি সুন্দর শক্ত ইমারত ছিল, এখন অনেকটা ভাঙ্গিয়া পড়িয়াছে। উছার মধ্যে একপাশ্বে একটি কুপ দেখিয়া লোকে বলিত, এই স্থানে কয়েদীদিগকে হাজতে বা বন্দী করিয়া রাখা উইত। কিন্তু প্রকৃতপক্ষে ইহা একটি স্নানাগার মাত্র ; কুপ হইতে জল তুলিয়৷ নলসংযোগে উহা গৃহস্তরে নীত হইত এবং সেখানে সম্ভবতঃ গরম ও ঠাণ্ড উভয় প্রকার জলের ব্যবস্থা হইত, কোন উচ্চপদস্থ আমীর তথায় উন্মুক্তদেছে দ্বারবদ্ধ ঘরে স্বান করিতে পারিতেন। } পাশ্বে সংলগ্ন কয়েকটি গৃহ আছে এবং

  • বারদ্বারী শব্দের অর্থ বার বা ছদশটি who or no “What was once a large *ilding with 12 entrance gates (baradwari)” List of ancient Manuments P. i46. बउठ: "बां★” भक "मब्रवांब्र" श्रtझब्र म६कि« थःथ, इशब्र अर्थ नछ । बाङ्गदाग्रैौ रुजिरद्ध একাপ্ত সভাগৃহই বুঝায়, উছাতে দ্বাদশটি দ্বার থাকিতে হইবে, এমন কোন কথা নাই।
  • “It was more probably a Hummamkhana or bathing place of some Nawab with a well in the building for the supply of water” List of Monuments CS 0C BB BB ggttDD DDDB BBBB BBB S BBBBS DDD DDBBB *ी शौवनिभtनां ना दलिङ्गां Hofz khan's रुलिग्न छहिशिऊ श्ब्रांtछ्।