পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©br যশোহর-খুলনার ইতিহাস দ্বিতলেও থাকিবার ঘর ছিল, তাহ এখন ভাঙ্গিয়া পড়িয়াছে। সম্ভবতঃ প্রতাপাদিত্য এই গৃহটি অভ্যাগত আমীর ওমারহগণের অভ্যর্থনার জন্ত নিৰ্ম্মাণ করেন এবং তাহার পতনের পর মোগল ফৌজদারের ধূমঘাটে অবস্থানের সময় তিনি এই গৃহেই বাস করিতেন। এ দুর্গের গাচ মাইল উত্তরে জাহাজঘাটায় এবং মোগল ফৌজদারের পরবর্তী শাসনকেন্দ্র ত্রিমোহানীতে এইরূপ হামামখানা সম্বলিত বাসগৃহ আছে। যথাস্থানে উহার উল্লেখ করিব। সম্প্রতি “প্রাচীন কীৰ্ত্তি রক্ষার” আইন অনুসারে ঈশ্বরীপুরের হামামখান। গবর্ণমেণ্টেৰ ব্যয়ে সংস্কৃত ও রক্ষিত হইবে বলিয় স্থির হইয়াছে। হামামখানা ছাড়িয়া আর একটু দক্ষিণপশ্চিমদিকে অগ্রসর হইলে এক প্রকাও পুরাতন মসজিদ দেখিতে পাওয়া যায়। সরকারী রিপোর্টে উহাকে টেঙ্গ মসজিদ বলা হইয়াছে ; { “টেঙ্গা” নামের উৎপত্তির কোন কারণ জানা যায় না। ইহা যে প্রতাপাদিত্যের নূতন রাজধানীতে অবস্থিত মুসলমান সৈন্ত ও রাজকৰ্ম্মচারিগণের উপাসনা-গৃহ বলিয়া নিৰ্ম্মিত, সে বিষয়ে আর সন্দেহ নাই। পুরাতন রাজধানীর পার্থে যেমন পররাজপুরের সুন্দর মসজিদ, তেমনি ধূমঘাটের নুতন রাজধানীতে এই পঞ্চগুৰজযুক্ত প্রকাণ্ড উপাসনালয়। মসজিদটি এক শ্রেণীতে পাচটি ঘরে বিভক্ত, প্রত্যেক ঘরের উপর একটি গুম্বজ। মসজিদের বাহিরের পরিমাণ ১৩৬ x ৩৩ মধ্যস্থলের ঘরটির ভিতরের মাপ ২০-৯%x ২০-৯% এবং পাশ্বৰক্তী অন্ত চারিটির প্রত্যেকটি ১৮-৭%x ১৮-৭ ইঞ্চি । মেজে হইতে গুম্বজের উচ্চতা ৩৬%। মসজিদটি অন্ততঃ পাঁচ ছয় ফুট বসিয়া গিয়াছে ; কারণ উহার মেজে প্রথম সময়ে যদি মাটী হইতে ৩ ফুট উচ্চ ধরা যায়, তাহা হইলে এখন দেখা যাইতেছে যে সেই মেজেই তিন ফুট মাটর নিম্নে বসিয়া গিয়াছে। মধ্য ঘরের দরজার খিলান ৭-৩% প্রশস্ত এবং অন্ত ঘরগুলির দরজার খিলান ৬-৩ প্রশস্ত। ভিত্তি সৰ্ব্বত্রই ৭ ফুট। বাগেরহাটে

  • जांभद्रा “वशंग्निसांन" इहेष्ठ छांनिष्ठ *ोब्रि भूत्रौञ्च वशेौचब्र कठलू १ीब्र शूद्ध छांप्रांज शै} BDDDDDD DDD BBDD BBBB BDDS DDBB BBBD DDDD DDDD DDD नवद्र आहे शृण्ह बान कब्रिाउन । यदांनी, कॉर्डिंक, २७२९, ७ शृः।
  • List of Manuments, page 146; Hunter's statistical Accounts, 24 Pergunnahs p. 1 18. -