পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እግg যশোহর-খুলনার ইতিহাস সকল দ্বীপ পূৰ্ব্বে জনাকীর্ণ ছিল, তাহা এক্ষণে সম্পূর্ণ পরিত্যক্ত হইয়াছে এবং সে সব স্থানে ব্যাস্ত্রাদি বন্যজন্তু ভিন্ন অন্ত অধিবাসী নাই। অধিবাসীদিগের মধ্যে যাহারা পলাইবার স্বযোগ বা সামর্থ্য না থাকায় দন্ত্র্যহস্তে বন্দী হুইত, দস্থ্যর তাহাদের মধ্যে আচল অকৰ্ম্মণ্য বৃদ্ধ স্ত্রীপুরুষ দিগকে হয়ত পরদিনই যেখানে সেখানে সস্তায় বেচিয়া ফেলিত। সমর্থ পুরুষদিগের মধ্যে কতক খালাসা করিত এবং কতককে পৃষ্ঠান করিয়া নিজেদের দম্বা-ব্যবসায়ের সহযোগী করিয়া লষ্টত। অবশিষ্ট যাহ থাকিত, তাহাদিগকে গোয়, সিংহল, মাদ্রাজ প্রভৃতি নানাস্থানে বিক্রয় করিয়া আসিত। এবং মিশনরীগণ শত চেষ্টা করিয়া দশ বছরে যাহা না পারিতেন, তাহার এই ভাবে একবৎসরে তদপেক্ষ অধিক লোককে খৃষ্টান করিয়া গৰ্ব্ব অনুভব কৱিত।* বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বের প্রথমভাগে যখন বাঙ্গালার নবাব মীরজুম আসাম জয় করিবার জন্য বিরাট মোগলসৈন্ত পরিচালনা করেন, তখন শিহাব, উদ্দীন মহম্মদ তালীশ নামক জনৈক কৰ্ম্মচারী তাহার সহযাত্রী হন। তালীশ এই আসামাভিযানের এক বিস্তীর্ণ বিবরণী লিখিয়া গিয়াছেন। উহার অনেক প্রতিলিপি দেখা যায়, এমন কি, উৰ্দ্দ, ফরাসী প্রভৃতি ভাষায় উহার অনুবাদ হইয়াছিল ৷ অক্সফোর্ডের বিখ্যাত বডলিয়ান লাইব্রেরীতে তালীশের গ্রন্থের যে হস্তলিপি পুথি আছে, তাহার পশ্চাতে এক পরিশিষ্ট ছিল ৷ অধ্যাপক যদুনাথ সরকার মহোদয় ঐ পরিশিষ্টের পত্র সমূহের ফটাে আনাইয় তাহার অনুবাদ প্রচার করেন। $ উহার মধ্যে সায়েস্ত খার চট্টগ্রাম-বিজয়ের ইতিবৃত্ত আছে এবং সেই প্রসঙ্গে চট্টগ্রামে মগ ও ফিরিঙ্গি দস্থ্যগণের অত্যাচার-কাহিনী বর্ণিত হইয়াছে। অধ্যাপক সরকার মহাশয় উক্ত তালীশের বিবরণী এবং আলমগীরনামার সাহাযে এই অত্যাচার সম্বন্ধে একটি সুলিখিত প্রবন্ধ প্রকাশ

  • “This infamous rabble impudently bragging, that they made more Christians in one year, than all the Missionaries of the Indies in ten : which would be a strange way of enlarging Christianity." Bernier, p. 158,

! Twarikh-i-Asham ( Paris, 1815 ) i Persian Ms. Bod. 569, Sachau and Ethe's catalogue, entry No. 240 $ J. A. S. B. June, 1907, pp. 257-260. -