মগ ও ফিরিঙ্গি " * ১৭৭ করিয়াছিলেন । * উহ। হইতে আমরা জানিতে পারি, কিরূপে আরাকাণী মগ ও ফিরিঙ্গি দস্থ্যগণ জলপথে আসিয়া বঙ্গদেশ লুণ্ঠন করিত। তাহার হিন্দু, মুসলমান, স্ত্রী পুরুষ বহুজনকে ধরিয়া লইয়া যাইত। উহার বন্দীদিগের হাতের তালু ছিদ্র করিয়া তন্মধ্য দিয়া সরু বেত চালাইয়া দিত এবং এই ভাবে হালি গাথিয়া লইয়া হতভাগ্যদিগকে তাহাদের জাহাজের পাটাতনের নিম্নে একটির উপর একটি রাখিয়া স্ত,পীকৃত কবিয়া বোঝাই করিয়া লইয়া যাইত। লোকে যেমন কুকুটাদি পক্ষীর খাদ্যের নিমিত্ত শস্ত ছড়াইয় দেয়, সেইভাবে বন্দীদিগের থাস্তের নিমিত্ত সকালে বিকালে অসিদ্ধ তণ্ডুল-মুষ্টি নিক্ষেপ করিত। এই খন্তে যাহার প্রাণ ধারণ করিতে পারিত, দেশে ফিরিয়া দসু্যরা তাহাদিগকে সামর্থ্য অনুসারে চাষ বা অন্ত কঠিন কার্যো নিয়োজিত করিত। অবশিষ্টগুলিকে দাক্ষিণাত্যে লইয়া গিয়া ওলন্দাজ, ইংরাজ বা ফরাসী বণিকের নিকট বিক্রয় করিয়া আসিত । সময় সময় তাহাদিগকে তমলুক ও বালেশ্বর বন্দরে লইয়া গিয়া বিক্রয়ার্থ উপস্থিত করিত। তাহাদের বিক্ররের প্রণালী এইরূপ ছিল ; বন্দীর জাহাজ উক্ত বন্দরে পৌছিলে, তাহার লোক পাঠাষ্টয়া স্থানীয় অধিবাসিগণকে সংবাদ দিত। দস্থ্যগণ তাহদের উপর অত্যাচার করিতে পারে এই ভয়ে ক্রেতার লোকজন সঙ্গে করিয়া তীরে উপস্থিত হইত, এবং জনৈক লোককে টাকা কড়ি সঙ্গে দিয়া দসু্যদিগের জাঙ্গজে প্রেরণ করিত । দর দামে বনিলে দস্থার টাকা লইয়া বন্দীদিগকে তীরে উঠাইয়া দিত। সাধারণতঃ এই ভাবে ফিরিঙ্গিরাই বন্দীদিগকে বিক্রয় করিত ; মগের তাহাদিগের দ্বারা কৃষিকাৰ্য্যাদি করাইয়া লইত। পাদ্রা ম্যানরিক খৃষ্টান ফিরিঙ্গিগণের পক্ষ হইতে আরাকাণরাজের নিকট যে নিবেদন জানাষ্টয়াছিলেন, তন্মধ্যে র্তাহার নিজের কথাতেই আছে —“প্রত্যেকেই জানেন এই পৰ্টুগীজগণ কিরূপে প্রতি বৎসর বাকল, সলিমানাবাদ, যশোর, হিজলী ও উড়িষ্যা প্রভৃতি রাজ্যের উপব স্বাক্রমণ করিয়া ( মোগল) শক্রর শক্তি নাশ এবং আপনার ( আরাকানরাজের ) শক্তি বৃদ্ধি করিয়াছে। তাছারা সম্পূর্ণ নগরী ও গ্রামগুলি পর্যান্ত আপনার রাজ্যে লইয়া আসিয়াছে। এমনও বৎসর গিয়াছে, ষে বৎসর তাহার এই রাজ্যে এগার
- “The Feringht Pirates of Chatgaon, 1665 A. D.” in J. A. S. B. 1907, PP- 419-25. - - - s a
శౌరి