পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোক-নির্বাচন ২১৯ দেখিয়া সকলে অবাক হয়। বিধি-নির্দেশ ব্যতীত কোন বড় কায হয় না ; এরং তাহা যখন হয়, এই ভাবেই হইয়া থাকে। একবার কৰ্ম্মী হইয় দণ্ডায়মান হইতে পারিলে, সহকারীর অভাব হয় না ; কিন্তু সে কৰ্ম্মার কোন অমানুষিক শক্তি এবং নিৰ্ব্বাচন কৌশল চাই। কৃতী পুরুষের ইতিহাসে দেখা যায়, তিনি তীক্ষ বুদ্ধিবলে প্রয়োজন মত এমন সব লোক নির্বাচন করিয়াছিলেন যে, সহকারিগণের স্বকীয় ক্ষমত অপেক্ষ তাহার নির্বাচন কৌশলের অধিক প্রশংসা না করিয়া পারা যায় না। প্রতাপাদিত্যের লোক বাছিয়া লইবার প্রণালী অতি মুন্দর ছিল ; তাঙ্গর জীবনব্যাপী চেষ্টায় যদি কিছু সাফল্য হইয়া থাকে, তবে ইহাষ্ট তাছার মূলীভূত। তাছার সহকারী কৰ্ম্মাধ্যক্ষগণের কার্য্য বিভাগ সমালোচনা করিলে, এ কথা স্পষ্ট বুঝা যাইবে। এই কৰ্ম্মচারিগণের কোন লিখিত তালিকা নাই ; সমসাময়িক “বহারিস্তান” প্রভৃতি গ্রন্থে দুষ্ট একটি নাম পাওয়া যায় ; বহুদিন পরে লিখিত ঘটকের পুঁথিতে কতকগুলি নাম দৃষ্ট হয়, কোন সমসাময়িক স্মাবক-লিপি তাহার ভিত্তি ইষ্টতে পারে ; ইহা ব্যতীত দেশের নানাস্থানে এই সকল কৰ্ম্মাধ্যক্ষগণের বংশ ছড়াইয়৷ পড়িয়াছে ; সে বংশের উত্তরাধিকারিগণের গৃহ-রক্ষিত কোন বংশ তালিকা হইতে বা বংশগত প্রচলিত প্রবাদ ইষ্টতে কতক সংবাদ সংগ্ৰহ করা যায়। সকল তথ্যের সমাবেশ করিয়া আমরা বিভাগ অনুসারে ষে তালিকা করিয়াছি, এখানে তাহারষ্ট আলোচনা করিতেছি। প্রত্যেকের কার্য্যকাল নির্ণয় করা সম্ভবপর হইবে না। গৌড় নগরী লুষ্ঠিত ও মহামারিতে উৎসন্ন হষ্টলে, র্যাহার নবপ্রতিষ্ঠিত যশোহরে আসিয়াছিলেন, তন্মধ্যে এক হিন্দু জমিদার-বংশীয়-কায়স্থ-তনয় ছিলেন, র্তাহার নাম স্বৰ্য্যকান্ত গুহ। তিনি গৌড়ে বিক্রমাদিত্যের আশ্রয়ে প্রতিপালিত হন এবং বাল্যকাল হক্টতে প্রতাপের সহিত র্তাহার এক আকৃত্রিম বন্ধুত্ব সংগঠিত হয় t * কয়েকবৎসর পরে যখন প্রতাপের বয়স ১৪১৫ বৎসর, তখন শঙ্কর

  • স্বৰ্য্যকাস্তুের পূর্ব পরিচয় সম্বন্ধে নানা জনে নানা মত ব্যক্ত করিয়াছেন। “বঙ্গাধিপ BBBBS BBBBB SBBBBBS BB DDB BBB BB DDBBB BBBB gg বলিরা বর্ণিত হইয়াছেন। এ তথ্যের মূল পাই নাই। আধুনিক নাটকে ঠাদ্ধাকে শঙ্করের পিg ও অনুচর—একজন সাধারণ লোক বলিয়া চিত্রিত করা হইয়াছে। ঘটকদিগের মতে তিনি গুহ বংশীয় বঙ্গজ কায়স্থ এবং প্রতাপাদিত্যের জ্ঞাতি ।