পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উড়িষ্যাভিযান ও বিগ্রহ-প্রতিষ্ঠা ቖPእ জাতীয় হিন্দুর বিরাগভাজন হইয়াছিল। একবার বিক্রমাদিতাই জগন্নাথ দেবের মূৰ্ত্তি রক্ষা করিয়াছিলেন, সে কথা পূৰ্ব্বে বলিয়াছি * এবার তাহার পুত্র সেই উদ্দেহে অগ্রসর হইবেন, ইহাতে আশ্চর্য্যের বিষয় কি ? চতুর্থত; বীরমাত্রেই বীরত্বের পরিচয় দিবার জন্য উদ্যোগী হন, তাহার একটি সুবর্ণ সুযোগ উপস্থিত। বিশেষতঃ এমন একটা বিরাট অভিযানে শিক্ষা করিবার অনেক বিষয় থাকিতে পারে। এ জন্য প্রতাপ এ সুযোগ পরিত্যাগ করিলেন না। তিনি কতকগুলি বাছ বাছ সৈন্ত লইয়া উড়িষ্যার যুদ্ধে যাইবার জন্ত সুসজ্জিত হইলেন। বসন্ত রায়ও এ অভিযানে তাহাকে বাধা দেন নাই ; কারণ মোগলের আনুগত্য, হাম্বীরের সাহায্য এবং জগন্নাথ উদ্ধার, ইহার কোনটিই তিনি ত্যাগ করিতে পারেন না । ঈশা খার সহিত তাহার বন্ধুত্ব ছিল বটে, কিন্তু ঈশ এবার এই সন্ধি ভঙ্গ করা ব্যাপারে অত্যন্ত অসস্তুষ্ট হন ; তিনি তখন জীবিত ছিলেন বটে, কিন্তু জরাজীর্ণ অবস্থায় হিজলীতে বাস করিতেছিলেন। } বিদায়কালে যখন প্রতাপ খুন্নতাতের পদধূলি লইতে গেলেন, তখন বসন্ত রায় প্রাণ ভরিয়া আশীৰ্ব্বাদ করিলেন এবং উড়িষ্যা হইতে র্তাহার জন্ত একটি ঐবিগ্রহ সংগ্ৰহ করিয়া আনিবার জন্য বিশেষ করিয়া বলিয়া দিলেন। মানসিংহ নিজে কতকগুলি উৎকৃষ্ট সৈন্যদল লইয়া গঙ্গাপথে অগ্রসর হইলেন ; এবং বিহারের সৈন্ত সমূহকে ইউসফ খার অধীন হইয়া ঝাড়খণ্ডের মধ্য দির মেদিনীপুর যাত্র করিতে আদেশ দিলেন । এ দিকে সৈয়দ খা কোন প্রকারে রোগশয্যা হইতে উঠিয়া মথস্থম্ খ, পাহাড় খ, তাহির খাঁ ও বাবুই মানুকী প্রভৃতি সেনানীবৰ্গ লইয়া মেদিনীপুর আসিয়া মিশিলেন। প্রতাপাদিত্যও তথায় আসিয়া বঙ্গীয় সেনার দলপুষ্টি করিলেন। তথা হইতে সমগ্র বাদশাহী সৈন্ত জঙ্গলের মধ্য দিয়া জলেশ্বরের দিকে চলিল। অপর পক্ষে পাঠান সৈন্তও জলেশ্বর ডান দিকে রাখিয়া তথা হইতে সুবর্ণরেখা নদীর কুলে কুলে আরও উত্তর দিকে অগ্রসর হইল ; এবং বনপুর ঃ নামক স্থানে উভয় সৈন্ত পরস্পর সম্মুখীন

  • এই পুস্তকের ৬০ খৃঃ।

+ এই পুস্তকের ৩৩ পূঃ টাকা। t The India office Mss seem to have Binapur. Elsiot,VI, 89 has Midnapur, Beames. J.A-S-B (1883) p. 230 says the battle was fought on the Subarnarekha" set: A.N.T(Beveridge) iii335 note, “Great battle at Binapur" (Hunter's) orissa. vol. II, Appendix p. 195,