বিষয়বস্তুতে চলুন

পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રQ8 যশোহর-খুলনার ইতিহাস অন্তর্গত বাগেরহাট প্রভৃতি স্থান, তাহ আমরা প্রথম খণ্ডে দেখাইয়াছি। মোগল আমলে খালিফাতাবাদ একটি সরকার ছিল এবং উহা এখনকার যশোহর ও খুলনা জেলার অন্তর্গত। এই সরকারের মধ্যে বাগমারী, যশোর, চিরুলিয়, দাতিয়া, সলিমাবাদ, সাহস, মুড়াগাছা এবং হাবেলী খালিফাতাবাদ, এই ৮টি পরগণায় আফগানদিগের বসতি হইয়াছিল । * এখনও এ সব স্থানে তাহাদের বংশ আছে এবং বর্তমান সময়ে সেই সকল বংশীয়ের এতদঞ্চলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে উচ্চপদস্থ বলিয়া খ্যাত। পূৰ্ব্বোক্ত বাকির র্থ সম্ভবতঃ বর্তমান বাগেরহাটের নিকটবর্তী বাগমার বা হাবেলীতে আসিয়াছিলেন, এবং তাহার নাম হইতে বাগেরহাটের নাম হওয়া বিচিত্র নহে। আবুল ফজল লিথিয়াছেন, দুষ্ট লোর্কের পরামর্শে মান সিংহ পরে সুলেমান, ওসমান প্রভৃতির জায়গীর বাজেয়াপ্ত করেন এবং তখন হইতে র্তাহার ঘোর বিদ্ৰোছ উপস্থিত করেন। সে বিদ্রোহ দমন করিতে বহু বৎসর লাগিয়াছিল। আমাদের মনে হয়, সন্ধি ভঙ্গ করিয়া যাহারা পরে বিদ্রোহী হয়, তাহাদিগেরই জায়গীর বাজেয়াপ্ত হইয়াছিল। আকবর নামাতেই দেখিতে পাই, আকবরের রাজত্বের ৩৮শ বৎসরের শেষ ভাগে অর্থাৎ ১৫৯৪ খৃষ্টাব্দের প্রারম্ভে, উড়িষ্যা বিজয়ের পর মানসিংহ প্রথম আসিয়া বাদশাহের সহিত সাক্ষাৎ করেন ও সম্মানিত হন। এই সময়ে তাহার সহিত কতলু খাঁর তিন পুত্র, নসিব খা, লোদি খ এবং জমাল খ। মানসিংহ কর্তৃক বাদশাহের নিকট পরিচিত হন । । সুতরাং এ তিন জন যে বঙ্গত স্বীকার করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। পরে তাহাদিগকে আঁর বিদ্রোহিরুপে দেখিতে পাই না এবং বহারিস্থান হইতে জানিতে পারিয়াছি, কতলুর তৃতীর পুত্র জমাল খ'। প্রতাপাদিত্যের একজন প্রধান সেনাপতি ছিলেন। উড়িষ্যা যুদ্ধ কালেই জমাল খাঁর সহিত প্রতাপাদিত্যের • “Khalifatabad was a Sarker or Division of Mughal Empire which corresponds, with our modern jessor, and the descents of the Afghans still survive there. The principal Parganas or fiscal Divisions in which they settled were the eight following:-(1) Bagmari; (2) Jessor; (3) Chirolia ; (4) Datiah ; (5) Salimabad ; (6) Shahosh ; (7) Mungatch ; (8) Haveli Khalifatabad. Bloch man Mss" Hunter’s Orissa Vol. H. p. 19. t Akbarnama (Beveridge) Vol. IIl p. 997.