পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ যশোহর-খুলনার ইতিহাস বিপদ-সম্বুল হইয়া দাড়াইল এবং মোকদ্দমাদিতে অতিরিক্ত ব্যয় হইতে লাগিল, তখন একমাত্র যতীন্দ্রমোহনই বংশগৌরব রক্ষার জন্ত সৰ্ব্বস্ব পণ করিয়া কাৰ্য্যক্ষেত্রে ছিলেন। বহুদিন ধরিয়া ঘোর বিবাদ চলিয়ছিল ; বহু মামলা মোকদম হইল ; বহুবার জোর করিয়া রায়পুর হইতে বিগ্রহ লইয়া যাইবার চেষ্টা চলিল ; কিন্তু তাছাতে সুবিধা হইল না। অবশেষে অধিকারীদিগের বাড়ীতে গোবিন্দদেবকে রক্ষাকরিবার জন্ত গবৰ্ণমেণ্ট হইতে পুলিশ পাহারা বসিল। কিন্তু তাহাতেও কিছু ফল হইলু না। শুনিয়াছি, সেই পাহারা থাকিতে থাকিতে গোবিন্দদেব ও শ্রীরাধিক দুইটি বিগ্রহই অপহৃত হইলেন । কে কোথায় লইয়াগেল জানা যায় নাই; কিছু দিনের মধ্যে পুলিশের চেষ্টায়ও তাহার সন্ধান হইল না। অবশেষে শুনা গেল, সেই বিগ্রহই রাজা যতীন্দ্রমোহনের হস্তগত হইয়াছে। তিনি তাহাকে গোবিন্দদেব বলিয়া প্রচার না করিলেও লোকে সে অপূৰ্ব্ব শ্ৰীমূৰ্ত্তি চিনিত ; যে ভাবেই হউক, প্রকৃত গোবিন্দদেবই যে রাজামহাশয়ের হস্তগত হইয়াছেন লোকের তাহা বুঝিতে বাকি রহিল না। শ্ৰীপুরনিবাসী বঙ্গজকুল-প্রদীপ শ্ৰীযুক্ত সতীশচন্দ্র ঘোষ মহাশয় কৃপাপূর্বক ঐবিগ্রহের মন্দির নিৰ্ম্মাণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করিয়া অর্থের সদ্ব্যবহার করিলেন । রাজা যতীন্দ্রমোহনের নিজ বাটিতেই অচিরে সুদৃঢ় প্রকাও মন্দির নিৰ্ম্মিত হইল এবং তথায় মহাড়ম্বরে গোবিন্দদেবের প্রতিষ্ঠা হইল। রাজার ধন রাজার হাতে ফিরিয়া আসিলে, সে বৎসরের দোলের সময়ে বহুদূর হইতে দলে দলে লোক আসিয়া এক বিরাট শোভাযাত্রার স্বষ্টি করিয়াছিল । * তদবধি প্রতিবৎসর দোলের সময় কাটুনিয়ায়

  • এই সময়ে অধিকারিগণ তাহদের উপর অত্যাচারের আশঙ্কা করিয়া খুলনার সাজিষ্ট্রেট বাহাদুরের নিকট দরখাস্ত করায়, রাজা যতীন্দ্রমোহনকে দশ হাজার টাকার মুচলক দিতে হইয়াছিল এবং সেই দোলের সময়ে তাহার বাটিতে কয়েক শত সশস্ত্র মিলিটারী পুলিশ বসিয়াছিল। উহাদের ব্যয়ভার রাজাকেই বহন করিতে হইয়াছিল। কিন্তু যখন তদানীন্তন ম্যাজিষ্ট্রেট প্রযুক্ত ব্রাডলি-বার্ট সাহেবের সহিত কালীগঞ্জে দেখা করিয়া রাজা যতীন্দ্রমোহন অবিচলিতভাবে নিজের বংশগৌরব ও বর্তমান হাঙ্গামার প্রকৃত তথ্য উদঘাটন করিয়া বলিলেন, তখন ইতিহাস-রসিক সহৃদয় সাহেব সকল কথা বুঝিলেন এবং স্বয়ং কাটুনিয়া রাজবাটীতে গিল্প। সমন্ত অবস্থা তদন্ত করিয়া,মিলিটারি পুলিশ স্থানান্তরিত করিবার আদেশ দিলেন। সশস্ত্র পুলিশ

দল রাজেচিত আfতধ্যে মুগ্ধ হইয়া গোবিন-দোলের শোভাযাত্রার আরও শোভা বৃদ্ধি করিয়াছিল ।