পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পাদরীগণের পরিণাম ᎸᏜᏄ স্বচ্ছন্দচিত্তে ঐ দ্বীপের শাসনভার তাছাকে প্রদান কবিলেন। কার্ভালো দ্বীপটি দখল করিয়া বসিব মাত্র কেদার রায়ের সহিত একপ্রকার সম্বন্ধ রহিত করিলেনই; পরস্তু স্থানীয় প্রজার উপর অত্যাচার আরম্ভ করিলেন। দ্বীপবাসী মুসলমানের বিদ্রোহী হইয়া উঠিল । তখন কার্ভালো কেদার রায়ের নিকট সাহায্য চাহিতে না গিয়া, চট্টগ্রামের পটুগীজদিগের নিকট হইতে সাহায্য চাছিলেন। তত্রত্য পৰ্টুগীজ সেনাপতি ম্যানোয়েল ডি মাটোস ( Manoel de Mattos ; 80 • সৈন্ত লইয়া কার্ভালোর সাহায্যার্থ উপস্থিত হক্টলেন এবং শত্রুদিগকে পরাজিত করিয়া উভয়ে একযোগে সন্দ্বীপের মালিক হইয়া বসিলেন । এই কথা শুনিয়া মোগলেরা কেদার রায়ের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইল, কারণ তাহারা ভাবিল, কেদার রায় ভিন্ন এমন দুঃসাহসিক কার্য কেষ্ট করিতে পারে না। কার্ভালোর বীরত্বখ্যাতি তখনও চতুর্দিকে পরিব্যাপ্ত হয় নাই । সুতরাং মোগল পক্ষ হইতে কেদার রায়ের বিপক্ষে সৈন্ত প্রেরণ করিবার উদ্যোগ চলিতে লাগিল । এদিকে পটুগীজের অনেক দিন হইতেই আরাকানী মগ ও বাঙ্গলার ভূঞা দিগের অধীন হইয়া বাস করিবার কালে, স্বাধীনভাবে দস্যবৃত্তির পথ পাইতেছিল না। তাহারা সন্দ্বীপ অধিকার করিবার পর হটতে চারিদিকে অত্যাচাব আরম্ভ করিল। এই সময়ে তাহার নানা নদীপথে প্রতাপাদিত্যের রাজ্যের দক্ষিণভাগে আসিতে লাগিল এবং মুন্দরবনের মধ্যে যেখানে লোকের বসতি পাঠত, সেখানেই লুটপাট করিয়া ঘোর উৎপাত করিত। তাঙ্গদের অত্যাচারের প্রণালী আমরা পূৰ্ব্বে বর্ণনা করিয়াছি। সদ্বীপ অঞ্চল হইতে প্রতাপের রাজ্যমধ্যে প্রবেশ করিতে হইলে সৰ্ব্বাগ্রে হরিণঘাটার মোহান পথে বলেশ্বর নদে এবং পরবর্তী মাজালের মোহানা দিয়া শিবসা নদীতে আসিতে হইত। ডু-জারিক প্রভৃতি ঐতিহাসিক পটুগীজদিগের সহিত রাজাদের যে সকল বড় বুদ্ধ হইয়াছিল, তাহারই কতক আভাস দিয়াছেন, কিন্তু নদীপথে স্থাদিগের সহিত পতাপের রণতরী সমুহের যে অবিরত কত যুদ্ধ হইত, তাহার কোন বিবরণী নাই। শুনা যায় মার্জালের মধ্যে with the conqucst of Bengala had possessed Sundiva. Cadarai still continuing his title, under colour whereof, Carvalius and Manes, two Portugals, conquered it L LLLLS BBSBB BBB BBB BB BB BBB BBBB BB BBB BBB BBBS ३४३ अप्टिङ् ।

  • }}r.