পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe g যশোহর-খুলনার ইতিহাস আমরা পরবর্তী পরিচ্ছেদে দিতেছি । সেখানে আমরা দেখাইব, কি ভাবে রামচন্দ্র শ্বশুরের প্রতি জাত-ক্রোধ হইয়া স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করেন এবং কি ভাবে র্তাহার উপর শত্ৰত সাধন করিবেন তাহারই উপায় চিন্তা করিতেছিলেন। আরাকাণের সহিত বাকুলারই প্রথম সন্ধি হয়, সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। পরে প্রতাপাদিত্য ও কেদার রায় সেই সন্ধিতে যোগ দেন। ডু-জারিক হইতে জানিতে পারি যে, “মগরাজা সন্দ্বীপ অধিকার করিবার পর বাকৃল রাজ্যের কিছু দখল করিয়া চাদেকান রাজ্য (যশোহর । জয় করিবাব জন্ত আয়োজন করিতে লাগিলেন।” • সম্ভবতঃ আরাকাণ বাজ কর্তৃক বাকৃলার সমুদ্র কূলবৰ্ত্তী কোন স্বান অধিকৃত হইবার পর, রামচন্দ্র পুনরায় তাহার সহিত সন্ধিস্তত্রে আবদ্ধ হন এবং তাহাকে যশোর-রাজ্য আক্রমণ করিবার জন্য উদ্রিক্ত করেন। নতুবা নিকটবর্তী শ্ৰীপুরের উপর কোন আক্রমণের কথা উঠিল না, বাকৃলারও বেশী কিছু দখল করা হইল না, শুধু চাদেকানের উপর আক্রোশ পড়িল কেন ? সন্দ্বীপের যুদ্ধে কেদারৱায়ের মত প্রতাপাদিত্য কোন সাহায্য পাঠান নাই বলিয়াই কি এই আক্রোশ ? প্রতাপাদিত্যের এই সময়কার রাজনৈতিক অবস্থা পৰ্য্যালোচনা করা আবঙ্গক । তিনি মোগলের বিপক্ষে স্বাধীনতা ঘোষণা করিয়াছেন ; মানসিংহ সমর-বাহিনী লইয়া তাহার বিরুদ্ধে আসিতে প্রস্তুত হইয়াছেন । কেদার রায় আত্মরক্ষায় মহাব্যস্ত ; তাহার নিকট হইতে কোন সাহায্যের প্রত্যাশা নাই। জামাত রামচন্দ্র, তিনিও শক্ররূপে পরিণত। এমন সময়ে বাকৃলার সাহায্য ৰলে বলী হইয়া, যদি সন্দ্বীপ-বিজয়ী মগরাজ দক্ষিণ দিক হইতে প্রতাপের রাজ্য আক্রমণ করেন, তবে রাজ্যরক্ষার উপায় কি ? একদিকে মানরাজ ও অন্যদিকে মানসিংহ, উভয়ই দিগ্বিজয়ী মহাশত্র, প্রতাপের মানরক্ষার উপায় কি ? মোগলের সহিত সন্ধি হইতে পারেন ; কারণ তাহ হইলে স্বাধীনতার ঘোষণা ও আত্মমর্যাদা-সকল গৌরব, সকল আশী—একেবারে মুছিয়া ফেলিতে হয়। তাহ কিছুতেই হইবে না । আবার আরাকাণ-রাজের সহিত যুদ্ধ করিবার জষ্ঠ অধিকাংশ নৌ-বহর দক্ষিণ দিকে প্রেরণ করিলে, উত্তর দিকের আক্রমণ অধ্যাপক সরকারের অমুৰাদ, প্রবাসী, অtঘাঢ়, ১৩২৮, ৩২৩-৪ পুঃ •