পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পাদরীগণের পরিণাম She ot নিবারণ করা যায় না। সুতরাং এ ক্ষেত্রে পূৰ্ব্বতন মিত্র আরাকাণ রাজের সহিত সন্ধি করাই একমাত্র কৰ্ত্তব্য। সন্দ্বীপ রক্ষা করাই মগ রাজের প্রধান উদেপ্ত এবং তাহার প্রধান ভয় কার্ভালো হইতে। সে কার্ভালোকে কোন প্রকারে হস্তগত এবং অন্ততঃ কারারুদ্ধ করিয়া রাখিতে পারিলে, আরাকাণের সহিত সন্ধি হইতে পারে। নতুবা সন্ধির প্রস্তাবও উপেক্ষিত হওয়ার আশঙ্কা আছে। আর নিতান্তই যদি আরাকাণ রাজ আক্রমণ করিয়া বসেন, তাহা হইলেও কার্ভালো হাতে থাকিলে একটা গত্যন্তর হইতে পারে। আমাদের মনে হয়, এই বিপদ-সস্কুল রাজনৈতিক অবস্থার মধ্যে পড়িয়া, প্রতাপাদিত্য স্তায়ান্তায় বিচারের অবসরমাত্র না পাইয়া কার্ভালোকে সংবাদ দিয়াছিলেন । তৎপরে যাহা ঘটিয়াছিল, ডু-জারিকের বিবরণীর অনুবাদ চইতে উদ্ধৃত করিতেছি। “চাদেকানের রাজ্য ( অর্থাৎ প্রতাপাদিত্য ) দেখিলেন যে এত প্রবল শক্রকে তিনি একলা বাধা দিতে পরিবেন না, এবং তজ্জন্ত কুটিল নীতিদ্বারা নিজ বন্ধুদিগকে (অর্থাৎ পোর্তুগীজ) ধ্বংস কবিয়া এই বিপদ হইতে রক্ষা পাইবার পথ বাহির করিলেন । তিনি জানিতেন যে, আরাকাণের রাজা কার্ভালোর প্রতি অসন্তুষ্ট এবং তিনি ( অর্থাৎ প্রতাপ ) নিজেও তাহাকে ভয় করিতেন, সুতরাং কার্ভালোকে বন্দী করিয়া তাহার মস্তক পাঠাষ্টয়া মগ রাজাকে তুষ্ট করা এবং এই উপায়ে নিজ রাজ্য রক্ষা করিবার ফন্দি করিতে লাগিলেন। তিনি কার্ডালোর নিকট দূত পঠাইয়া জানাইলেন যে, তাহার নিকট আসিয়া মগরাজার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করিলে, তিনি তাঙ্গার অনেক সুবিধা করিয়া দিবেন। “কার্ভালো চাদেকাণের রাজার কথায় বিশ্বাস করিয়া ভাবিল যে এইরূপে তাহাকে সাহায্য করিলে, কৃতজ্ঞ রাজা তাহাকে সৈন্যবল দিয়া সোনদ্বীপ উদ্ধারে সহায়তা করিবেন। তিন খান রণসজ্জায় পূর্ণ বড় জাহাজ, ছয় খান কাটার এবং পঞ্চাশ থান জালিয়া ও একদল সাহসী সৈন্ত সঙ্গে লইয়া সে চাদেকানে আসিল । “রাজা তাহাকে সসন্মানে অভ্যর্থনা করিয়া, একটা জরীর পোষাক ও বহুমূল্য ঘোড়া উপহার দিলেন এবং প্রতিজ্ঞা করিলেন যে, তিন দিনের মধ্যে মগরাজের বিরুদ্ধে যাত্রা করিবার জন্ত আবস্তক সব দ্রব্য, (সৈন্ত ও নৌকা ) দিবেন। কিন্তু ১৫ দিন পর্যন্ত ইহার কিছুষ্ট করিলেন না, অথচ গোপনে মগরাজের সহিত אסי