পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ર8 যশোহর-খুলনার ইতিহাস কাগজেই থাকিল, আগ্রী হইতে অর্থ আসিয়৷ বঙ্গের যুদ্ধবায়ু চলাইতে লাগিল বটে, কিন্তু বিংশ বৎসরের মধ্যে এদেশ হইতে কপর্দকমাত্র ও রাজকোষে প্রেরিত হইয়াছিল কিনা সন্দেহস্থল। খা আজম বা শাহাবাজ খাঁ আসিয়া অবস্থার বিশেষ কোন পরিবর্তন করিতে পারিলেন না। তথন আসিলেন বাদশাহ আকবরের সর্বপ্রধান সেনাপতি রাজা মানসিংহ। তিনি ১৫৮৯ খৃঃ অন্ধ হইতে ১৬০৪ পর্যন্ত বঙ্গের সুবাদার ছিলেন। ইহার মধ্যে ১৫৯৮-৯ অব্দে তিনি বাদশাহেল আদেশে একবার মাত্র দাক্ষিণাত্য জয় করিতে গিয়া বঙ্গে অনুপস্থিত ছিলেন। ১৬০০ অব্দে তিনি পুনরায় এদেশে আসিয়া চারি বৎসর কাল প্রবল প্রতাপে কাৰ্য্য চালাইয়া* ১৬০৪ খৃঃ অব্দে স্ব-ইচ্ছায় কাৰ্য্য ত্যাগ করিয়া চলিয়া যান। ১৬০৫ অব্দে আকবরের মৃত্যুর পর যখন তৎপুত্র জাহাঙ্গীর বাদশাহ হন, তখন তিনি মানসিংহকে রাজধানীর চক্রাপ্ত হইতে দূরে রাখিবার জন্ত পুনরায় তাছাকে বঙ্গের শাসন-কার্য্যে প্রেরণ করেন। কিন্তু এবার মানসিংহ ৮ মাস কাল মাত্র আগ্রা হইতে দূরে ছিলেন, সে সময় তিনি রাজমহল ছাড়িয়া পূৰ্ব্বদিকে কোথায়ও অগ্রসর হইয়াছিলেন বলিয়া মনে চয় না ; তিনি বঙ্গের স্বাস্থ্যকে বড় ভয় করিতেন, বিহার ছাড়িয়া সহজে বঙ্গে আসিতে চাহিতেন না ; বিশেষতঃ উক্ত ৮ মাসের কতকাংশ যাতায়াতে গিয়াছিল, অবশিষ্ট স্বল্প সময়ের মধ্যে দুঃসাহসিক অভিযানে যোগ দেওয়া যায় না। সুতরাং ১৬১৪ খৃষ্টাব্দই প্রকৃতপক্ষে র্তাহার বঙ্গ শাসনের শেষ বৎসর ; উহারই মধ্যে তাহার সহিত প্রতাপাদিত্যের ভীষণ সংঘর্ষ উপস্থিত হয়। gানসিংহ ১৫৯২খৃ:অন্ধে কিরূপেউড়িষ্ক জয় করেন, তাহা আমরা দেখিয়াছি। তৎপরে ১৫৯৫ অন্ধে তিনি রাজমহলে রাজধানী স্থাপন করেন। ; ঐ বৎসরই তিনি ভূষণার বিদ্রোহ দমন জন্ত স্বীয় পুত্র দুর্জন সিংহের অধীনে একদল সৈন্ত পাঠান। এই সময়ে ভুঞারাজগণ পাঠানের সহিত যোগ দিয়া মোগলের বিপক্ষে

  • He is reported to have ruled extensive dominions in which he was practically almost independent with great prudence and justice.”

V. A. Smith, Akbar, p. 245. # Stewart's History of Bengal p. 205. S BDB DD BBB BDD DDDD DDD DDB DDBB DDBS DDDDB TDD DYY भtषा माननिश्tश्ब्र ब्रtछ-यानttभङ्ग छब्बाबtलब आoझ ।