পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল-সংঘর্ষ *86. পরগণা বহাল রহিল। জন্তান্ত রাজন্তবর্গের মধ্যে নলডাঙ্গ রাজবংশের পূর্বপুরুধ রণবীর বা e এবং কুশদহের জমিদার রাঘব সিদ্ধান্তবাগীশের নাম উল্লেখযোগ্য। সিদ্ধান্তবাগীশ যে মানসিংহের দরবারে সম্মানিত হইয়াছিলেন, সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি (১৩৮% )। কিন্তু সে ঘটনা মানসিংহের যশোহর যাওয়ার সময়ে কি প্রত্যাগমনকালে ঘটিয়াছিল, তাহ বলিতে পারি না। মানসিংহ এ সময়ে কোন প্রকার কূটনীতি বাদ দেন নাই। প্রতাপের পক্ষীয় যাহাকে যাহাকে তিনি পক্ষচ্যুত করিয়া আনিতে পারেন বা যাহার যাহার নিকট হইতে প্রতাপের গুঢ় মন্ত্রণার সন্ধাম লইতে পারেন, তাহার বিশেষ চেষ্টা করিয়াছিলেন। পূৰ্ব্বেই বলিয়াছি, তিনি কামদেব ব্রহ্মচারীর পুত্র লক্ষ্মীকাস্তের সন্ধান করিয়াছিলেন; কেহ কেহ বলেন,তিনি রূপরাম বসুর কৌশলে গুপ্তভাবে তাহার নিকট কামদেবের লিখিত পত্র প্রেরণ করেন এবং তিনি যশোহরের সমীপবৰ্ত্তী হইলে, লক্ষ্মীকান্ত গোপনে আসিয়া তাঙ্গর সহিত যোগ দেন। ; শুধু যোগ দেওয়া নহে, যুদ্ধের প্রাক্কাল পর্যন্ত প্রতাপ কি ভাবে কি আয়োজনাদি করিয়াছিলেন, লক্ষ্মীকান্ত সে সকল গুপ্ত সন্ধান ব্যক্ত করিয়া দেন। তষ্ঠার মোগল সৈম্ভের জীবন রক্ষা হয়। এইরূপে বিশ্বাসঘাতকদিগের অনুগ্রহে চারচক্ষু মানসিংহ সন্মুখীন কাৰ্য্যক্ষেত্র নখদর্পণে দেখিতে দেখিতে সদৰ্পে অগ্রসর হন। সমুদ্রগামিনী নদী যেমন পাশ্ববৰ্ত্তী শাখা সমূহ হইতে জলধারা পাইয়া ক্রমে প্রশস্ত হইতে হইতে অগ্রসর হয়, সামন্ত রাজন্তবর্গের সেনাদ্বারা পরিপুষ্ট হইয়া সেইরূপ মানসিংহের সৈন্ত সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাইতেছিল। বিরাট মোগল-বাহিনী বাস্তবিকই যেন অজগর সৰ্পের মত যশোর রাজ্যে প্রবেশ করিল। দ্রুতবেগে কুচ করিয়া মোগল সৈন্য বাছড়িয়া হইতে ক্রমে বসিরহাট ও টাকী অতিক্রম করিয়া হাসনাবাদে আসিয়া পৌঁছিল। উঠারই সন্মুখে বুড়নহাটি দুর্গ। বুড়নহাটির নাম এখন বিলুপ্তপ্রায়, তখন নদীর বাকে উহা স্বন্দর স্থান ছিল।

  • "Naldanga Raj Family” p. 51. + cरूह ¢कह बाजन, भोप्लेजिद्र खबिशत्र शृजबकिब्र गहन्नडब्रि शशौकांग्लtरू अकाम कब्लिग्न
  • रित्र कब्र श्, ठेशद्र भूब्रशांब पल्लग शृञ्जय१ि ब्रांछ। 8भाषि७ छभिमाग्रैौ यास इन । 'कणिकाठा সে কালের ও একালেয়” ৬৬-৬৮থঃ i
  1. "প্রতাপাদিত্য প্রবন্ধ (চারুচন্দ্র মুখোপাধ্যায় ) বিশ্বকোষ, ১২শ খণ্ড, ২৭৩ গুঃ।