পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহের সঙ্গে যুদ্ধ ও সন্ধি \bלצ হেড মাষ্টার ত্রযুক্ত রামনাথ বারেট “ইতিহাস-রাজস্থান" নামক এক হিন্দী পুস্তক প্রণয়ন করিয়াছেন। উহার একস্থলে আছে – “প্রতাপাদিত্যকে জীতকর রাজা কেদারকে রাজ্য চড়াই কী। বহু জাতিক কায়স্থ থা। ওঁর সন্থামাত নামী দেবীক উস্কে ইষ্ট থা ; মানসিংহজী কী লড়াইকে সমাচার সুনকর কেদার নৌকামে বৈঠকর সমুদ্র কা.ওঁর ভগ গয়া । ঔর মন্ত্রীসে কহ গয়া যদী হোসকে তো মেরী পুত্ৰী মানসিংহজীকো দে কর সন্ধি কর লেনা ; মন্ত্রী নে ঐস হী কিয় । মানসিংহ জীনে প্রসন্ন হৌকর কেদারকে বাদসাহক পাদসেবী বন কর উস্কা রাজ্য পীছ দে দিয়া, ওঁর সঙ্গাদেবীকে আম্বের লে আয়ে।” * ইহার বঙ্গানুবাদ এই –প্রতাপাদিত্যকে জয় করিয়া মানসিংহ কেদারের রাজ্য আক্রমণ করেন। ইনি জাতিতে কায়স্থ ছিলেন, শিলামাতা নামে তাহার ইষ্টদেবী ছিলেন। মানসিংহের যুদ্ধের কথা শুনিয়া নৌকায় সমুদ্রাভিমুখে পলায়ন করেন। এবং মন্ত্রীকে বলিয়া যান যে যদি সম্ভবপর হয়, তবে আমার কষ্ট৷ মানসিংহকে দিয়া যেন সন্ধি করিয়া লন । মন্ত্রী তাছাই করিলেন। মানসিংহ প্রসন্ন হইয়া কেদারকে বাদশাহের পাদসেবী ( সামস্তরাজ ) করিয়া রাজ্য প্রত্যপণ করেন । এবং সল্লাদেবীকে আম্বেরে লষ্টয়া যান । বংশাবলী ও ইতিহাস-রাজস্থান ইহার কোনখানিকে আমরা অপ্রামাণিক বলিতে পারি না। পূৰ্ব্বোক্ত সবগুলি কারণ একত্র সমালোচনা করিয়া আমরা অসন্দিগ্ধ চিত্তে বলিতে পারি, মানসিংহ প্রতাপাদিত্যের সহিত সন্ধি করার পর কেদারের রাজ্য আক্রমণ করেন এং যুদ্ধে পরাজিত হওয়ার পর তাহার দেঙাস্ত ঘটলে, মানসিংহ ত্রপুর হইতে শিলাদেবীকে অম্বরে লইয়া গিয়া প্রতিষ্ঠা করেন। তিনি প্রতাপাদিত্যের যশোরেশ্বরীকে লইয়া যান নাই । যশোরেশ্বরীর যে দেবী-প্রতিম এক্ষণে ঈশ্বরীপুরে নিত্য পূজিত হইতেছেন, তিনি প্রামাণিক প্রাচীন পীঠ মূৰ্ত্তি । - মানসিংহ যশোহর হইতে পুনরায় স্থলপথেই রাজমহল ফিরিয়া আসেন এবং তথা হইতে রণতরী সজ্জিত করিয়া শ্ৰীপুরের কেদার রায়ের রাজ্য আক্রমণ • নিখিল বাবুর প্রতাপাদিত্য প্রযুক্ত নৰকৃষ্ণ রায় মহাশয়ের পত্র, “পূঃ।