পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইসলাম খাঁর আক্রমণ ●ማ> জামাতা এবং ওসমান খার সহিত র্তাহার সখ্য থাকিতে পারে, ইহা নবাবের বিদিত ছিল বলিয়া বোধ হয়। * কতলুর পুত্র জমাল খ৷ প্রতাপাদিত্যের অধীন সেনানী ছিলেন। ১৬০৯ খৃষ্টাব্দের শেষ ভাগে ইনায়েৎ খাঁ ঘোড়াহাট হইতে কুচ করিয়া স্থলপথে অগ্রসর হন। তাহার প্রধান সহকারী হইয়াছিলেন, ইহুতামা খার পুত্র মির্জ সহন। ইনিই বঙ্গারিস্তানের গ্রন্থকার। ইনায়েং ইষ্টলেন স্থলসৈন্তের কৰ্ত্তা এবং মির্জ সহন নওয়ারা ও তোপ বিভাগের অধিনায়ক। পূৰ্ব্বেই বলিয়াছি, বঙ্গদেশস্থ বাদশাহী নওয়ারা ও আগ্নেয়াস্ত্র সমূহ মীর বহর ইহুতামাম্ খার অধীন ছিল এবং তিনি এই সময়ে আলাষ্টপুরের সন্নিকটে পদ্মাবক্ষে ছিলেন। ইনায়েৎ ঐ স্থানে জাসিয়া পদ্ম পার হইয়া, কুচ করিয়া মচৎপুর বাগোরানে উপস্থিত হইলেন। মীর্জা সঙ্গনও ভাতুড়িয়ার জমিদার পীতাম্বরকে (৬২ পৃঃ) পরাস্ত ও বিতাড়িত করিয়া পদ্মাতারে পৌছিলেন এবং তথায় পিতার নিকট হইতে রণতরী ও তোপ লষ্টয়া গঙ্গা চইতে জলঙ্গী ও জলঙ্গী হইতে ভৈরব নদে পড়িয়া তৰ্ত্তীরবর্তী বাগোয়ানে আসিয়া প্রধান সেনাপতি ইনায়েতের সহিত মিলিত হইলেন। ইনায়েং এইস্থানে মীর্জ ও অষ্ঠাষ্ঠ ওমরাহের জন্য অপেক্ষা করিতেছিলেন । এই বাগোয়ান বর্তমান কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের আবাসস্থল। মানসিংহ যখন প্রতাপাদিত্যকে আক্রমণ করিতে যান, তখন ভবানন্দ তাহাকে সাহায্য করিয়া কি ভাবে মহৎপুর বাগোয়ান প্রভৃতি ১৪ পরগণার জমিদার লাভ করেন, তাঙ্গ পূৰ্ব্বেষ্ট বলা হইয়াছে। এই সময়ে তিনি মাথাভাঙ্গা নদীর তীরবর্তী মটিয়ারিতে রাজপ্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া প্রবল জমিদারের মত বাস করিতেছিলেন। তিনি মোগলদিগের বিশেষ অনুগৃহীত ও বশীভুত। এই জন্য ইনায়েং তাঙ্গাবই জমিদারীব মধ্যে বাগোয়ানে আসিয়া কিছু কাল আড়া করিয়াছিলেন। ভবানন্দ যে এবারেও মোগলদিগকে নানাবিধ নেীক ও সরঞ্জাম দিয়া সাহায্য করিয়াছিলেন, সে কথা বলাই বাহুল্য।

  • अ३ नमछ अठांtशब्र क्छ बिमणा बांकुणोद्र गिब्रां शृशैठ श्रेब्राप्इन। इङबR ७शन ब्रांभकान्छब्र १वद्रोछांश झिल बजिब्र! मान है न !