বিষয়বস্তুতে চলুন

পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धpiांझ्ञ-ब्रांडेंब६* goë পাঁচ শত সেন রাখিতে হইলেও নিজের , হাজারী নামে খ্যাত ছিলেন । ৫ হামমুনার দক্ষিণবঙ্গের মনসবদার হইলেন, তাহার পুত্র নন্দকিশোরও ঐ পদ পাইয়াছিলেন। ফৌজদার মুরউল্যা খার সময়ে রামভদ্র রায় তাহার দেওয়ান ছিলেন। ইনি এড় গুহ বংশীয় সপ্তদশ পুরুষ, বাকুলার অন্তর্গত কঁাচাৰালিয়ায় র্তাহার আদিম বাস । তথা হইতে আসিয়া তিনি প্রথমতঃ মুরনগরের পাশ্ববৰ্ত্তা রুখুনপুরে (বর্তমান নাম রতনপুর ) গড়কাটা বাড়ীতে বাস করেন, পরে তথা হইতে বিথীরী গ্রামে উঠিয়া যান। উভয় স্থানের বাট এখনও রায়ের গড়’ নামে পরিচিত i + রামভদ্র রায় সুদক্ষ কৰ্ম্মচারী, অকৰ্ম্মণ্য ফৌজদার তর্তাহার হাতের তলে ছিলেনষ্ট, মুর্শিদাবাদ নবাব-সরকারেও র্তাহার বিশেষ প্রতিপত্তি ছিল। মুর্শিদকুলি খার সহিত রাজ্য বন্দোবস্ত করা বিষয়ে রামভদ্র, নীলকণ্ঠ ও শু্যামসুন্দরের পক্ষে বিশেষ সহায়তা করেন বলিয়া, রাজার নিজ অধিকৃত পরগণাগুলি হইতে কতকগুলি মৌজা লইয়৷ আমীরাবাদ পরগণার সৃষ্টি করেন, এবং উহা রামভদ্রকে বৃত্তি দান করেন। রামভদ্রের বংশধরেরা এই সম্পত্তি এখনও ভোগ করিতেছেন। লক্ষ্ম তমালীক্ষ্ম বংশ-লতিক। রাজা বসন্তু রায় | - | | | | রাঘব রায় চন্দ্রশেখর নারায়ণ রমাকান্ত বা চাদ রায় l (১) নীলক প্তামসুন্দর মুকুন্দরাম

  • दांबांनीब्र इंठिशन, नवांशैौ बांधण ( कांजी धनम्र राकjांशृशांब ), s४४, ४•• भूः .
  • दबौज ननांछ, २२० शृः ।

能够