পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88ఫీ • . ধশোহর-খুলনার ইতিহাস । ১১ দেবীপ্রসাদ ১১ বলরাম । | | ১২ কালীকিঙ্কর ৷ T_T ১২ রামকুমার বিশ্বনাথ ভৈরবচন্দ্র Tਂ । | } ১৩ কৃষ্ণ হরি বামাচরণ ১৩ ঈশান T জ্ঞানচন্দ্র | ১৩ দ্বিজবর কৃপানাথ । —ा | ১৪ শ্ৰীশচন্দ্র ১৪ অমুকুল আঞ্জতোষ ১৪ মথুরানাথ | ( বা যোগীন্দ্র ) ১৫ অমঙ্গমোহন \ | | যতীন্দ্র সুরেন্দ্র | i | | | | | গিরীন্ত্র হরেন্দ্র অবিনাশ কাশীনাথ 1–1–1. কালিকানন্দ বিমলাসন্দ প্রভৃতি এক্ষণে এই তালিকার ১৪ পর্য্যায়ের প্রায় সকলেই জীবিত আছেন। তন্মধ্যে মথুরানাথ সৰ্ব্বাপেক্ষ বয়সে প্রবীণ এবং শ্ৰীশচন্দ্র দেশে বিদেশে সুপরিচিত। আজকাল শ্ৰীমুক্ত শ্ৰীশচন্দ্র অধিকারী ঈশ্বরীপুরের প্রাণ। তিনি সরল ও অমায়িক, সুবক্তা ও ভক্তিমান, দয়ার্ডচিত্ত এবং অক্লান্তশ্রমী। এমন অতিথি-বৎসল এবং সেবাপরায়ণ লোক বড় বিরল। একবার ঈশ্বরীপুরের সীমান্তবৰ্ত্ত হইলে বার্তাহার দৃষ্টির গওঁীতে পড়িলে, সরকারী উচ্চকৰ্ম্মচারী বা সাধারণ শিক্ষিত তীর্থযাত্রী, স্বদেশী বা বিদেশী, হিন্দু বা মুসলমান, যিনিই হউন ল, কেহই তাহীর আতিথেয়তার হাত এড়াইতে পারেন না, একদিন অতিথি হইলে বহুদিনেও তাহাকে ভুলিতে পরিবেন না । কিসে ঈশ্বরীপুরকে বড় করিবেন, প্রতাপের কীৰ্ত্তিকাহিনী প্রচার করিয়া মাত যশোরেশ্বরীর পীঠস্থানেৱ গৌরব-বৰ্দ্ধন করিবেন—ইহাই তাহার জীবনের একমাত্র ব্ৰত বলিয়া বোধ হয় । সে উদ্দেশ্যে তিনি অসাধ্য সাধন করিতেও প্রস্তুত ; চরিত্রগুণে এবং সকল চেষ্টায় ঐকান্ধিকতার পরিচয় দিয়া তিনি সকলকে মোহিত করিয়া রাখেন। গত দুই