পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরীপুরের অধিকারী বংশ 88? বাঙ্গাল লিপিতে ইহাই স্পষ্টীকৃত হইয়াছে, উহার অবিকল প্রতিলিপি શ્રરે : “বঙ্গাৰ বারো শ শোল শাল পরিমাণ, শ্ৰীমহাকালিকাপুরী কৰি সুনিৰ্ম্মাণ, চৈতলীয় চট্টবংশ পুরনার সস্তান, ক্ষিতিমুর বলরাম মহামতিমান, যে কিছু বিষয় সেবা অধমে অপিএ আনন্দে আনন্দধামে আছেন বসিএ। তাহার জ্যেষ্ঠের স্থত শ্ৰীকালীকিঙ্কর : বার শ একান্ন শালে লিপি ততঃপর ॥” বর্তমান অধিকারিগণ কাশ্যপগোত্রীয় চট্টবংশীয়। দক্ষ হইতে জয়কৃষ্ণ পৰ্য্যন্ত বংশস্বত্র এইরূপ :– দক্ষ—মুলোচন—মহাদেব—হলধর—নারিদেব—লালো— গরুড়—শ্ৰীকণ্ঠ-বাঙ্গাল ( আদি কুলীন )—কীত বা কীৰ্ত্তিচন্দ্র--নৃসিংহ-জাভে —তপন—চৈতলী (ইনি বংশের মূল)-রঘু-পুরন্দর ( বল্লভী মেল ভুক্ত )। এই জন্ত জয়কৃষ্ণ চৈতলীর ধারায় পুরন্দরের সন্তান বলিয়া পরিচয় দিয়াছেন। ১ পুরন্দর—২ জগন্নাথ—৩ জানকী—৪ নীলকণ্ঠ—৫ নারায়ণ–৬ রামজীবন ; ইহার দশ পুত্র, তন্মধ্যে জয়কৃষ্ণ সৰ্ব্বকনিষ্ঠ। তিনিই প্রথম চব্বিশ পরগণার অন্তর্গত দোগাছি-পাটভাঙ্গ হইতে ঈশ্বরীপুরে বাস করেন। ৭ জয়কৃষ্ণ চট্টোপাধ্যায় -- ( বাস, ঈশ্বরীপুর ) i ৮ কমলাকান্ত | ৯ রামগোবিন্দ | ১• বিষ্ণুরাম | | | ১১ দেবীপ্রসাদ ১১ বলরাম (two