পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86 e যশোহর-খুলনার ইতিহাস মাপ ৫০—৪"x১৪-২, ভিত্তি ৩—১০% গম্বুজের উচ্চতা ২২ ছিল। ইহার দেওয়ালগুলি কিছুদিন পূর্কেও খাড়া ছিল। অন্ত ইমারতের ইষ্টকগুলি অধিকাংশই স্থানান্তরিত হইয়৷ ১৮৯৬ খৃষ্টাব্দের দুর্ভিক্ষকালে কেশবপুরের রাস্ত নিন্মাণ করিবার জন্ত ব্যবহৃত হইয়াছিল। তবু এখনও জঙ্গলের মধ্যে যেখানে সেখানে যথেষ্ট ইষ্টক ও অনেকগুলি কবরের চিহ্ন দেখিতে পাওয়া যায়। • মীর্জা সাফুসিকানের সময়ে শাহ সুজার রাজুস্বসংক্রান্ত দ্বিতীয় হিসাব প্রবর্তিত হয় ; উহার ফলে পরগণা সমুহের অনেক পরিবর্তন ও সংখ্যাবৃদ্ধি হইয়াছিল এবং রাজারামের জমিদারী নানা কারণে সংকীর্ণ হইয় পড়ে। মীর্জা সাফসি ১৬৬৩ খৃষ্টাব্দ পর্যন্ত নিৰ্ব্বিবাদে কাৰ্য্য করিয়া এই স্থানেই পরলোকগত হন। তৎপুত্র সৈফউদ্দীন ফৌজদার হইয়াছিলেন কিনা জানি না, তবে তিনি আওরঙ্গজেবের অধীন একজন খা বা সেনাপতি ছিলেন, এমন উল্লেখ আছে। { মীর্জার মৃত্যুর পর, নবাব সায়েস্তা খাঁ চট্টগ্রামের ফিরিঙ্গি এবং আরাকাণ মগদিগকে ভীষণভাবে পরাজিত ও নিৰ্য্যাতিত করিয়া পূর্ববঙ্গের সর্বত্র কঠোর শাসন প্রবর্তন করেন। তথন মোগল ফৌজদারদিগের পক্ষে দক্ষিণবঙ্গ শাসনতলে রাখা সহজ হইয় পড়ে। বাদশাহ আওরঙ্গজেব কয়েক বৎসর মধ্যে নূরউল্যা খা নামক একজন আত্মীয়কে ফৌজদার নিযুক্ত করিয়া পাঠান। তিনি কেবল মাত্র যশোহরের ফৌজদার নহেন, এক সঙ্গে যশোহর, মেদিনীপুর, হিজলী, হুগলী ও বদ্ধমানের যুক্ত ফৌজদার ছিলেন । ইহার অধস্তন বংশধরের ১৭৯৮ খৃষ্টাব্দে বৃটিশ গবর্ণমেণ্টের নিকট যে আবেদন করেন, তাহাতে নূরউল্যাকে বাদশাহ আওরঙ্গজেবের দুধভাই ( foster-brother ) বলিয়া উল্লিখিত আছে। এই জন্তই

  • Westland's Report pp. 38-9.

it Masir-ul-umara, Persian Text, Vol. 111, p. 478: Reazu-s Salatin, p. 197. রিয়াজের অনুবাদক মৌলবী আবদাস সালাম বলেন, মীর্জার বংশও এখনও আছে "th" family still survives there, though impoverished.” fo on ८ङ्कtन् यश् लlश् জানিতে পারি নাই। নিকটবর্তী স্থানে মৌলবী সৈয়দ আবদুল ফজল মেলায়েম ৰক্স বা DDDD BB DD gggt BB BS DBBB BBBBBB BBB D DDDDD BBY भाईद्धा विद्रिज्र.श्काउ श्च्न । टेश्ाङ्ग कष वक्षाश नाङ् ।