পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল কর্তৃক বঙ্গবিজয়ের সময়ে হিজলীতে আর একটি ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত হয়। উড়িষ্যার শাসনকৰ্ত্ত কতলু খাঁর মৃত্যুর পর তাহার উকীল এবং জ্ঞাতিভ্রাত ঈশা খাঁ লোহানীর পুত্ৰ * ওসমান উড়িষ্যায় রাজত্ব করিতেছিলেন। উক্ত ঈশ৷ খ। স্বয়ং হিজলীতে এক দুর্গ ও রাজধানী স্থাপন করেন। সেই হিজলী এখনও মেদিনীপুর জেলার অন্তর্গত বিখ্যাত বন্দর। মেদিনীপুরের ইতিহাস হইতে জানা যায় যে, ১৫৮৩ খৃষ্টাব্দে জালামুটা ও মাজনামুটা নামক দুইটি জমিদারী হিজলী হইতে বিচ্যুত হইয়া পৃথক্ভাবে শাসিত হইতে থাকে। } সম্ভবতঃ ম্যানরিক্ উহাকেই মেদিনীপুর রাজ্য বলিয়া উল্লেখ করিয়াছেন। চ্যাপ্তিকান বা যশোর যে অভিন্ন রাজ্য ছিল, তাহা আমরা পরে দেখাইব। যশোরাধিপতি মহারাজ প্রতাপাদিত্যের পতনের পূৰ্ব্বে ভবেশ্বর রায় মোগলদিগকে সাহায্য করিবার পুরস্কারস্বরূপ “যশোহরের রাজা” † উপাধি পাইয়া, ভৈরবকুলে বর্তমান যশোহর নগরীর সান্নিধ্যে চাচড়া রাজ্য প্রতিষ্ঠা করেন। এই চাচড় রাজ্যই সম্ভবতঃ ম্যানরিকের বিবরণীতে যশোর রাজ্য বলিয়া কথিত হইয়াছে। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে কিন্তুর সেন নামক এক ব্যক্তি দ্বিগঙ্গা হইতে আসিয়া

  • Ain, Bloch, p. 373, note. Dorn's History of the Afghans, Vol. I p. 183. হিজলীতে ঈশীর দুর্গের চিহ্ন এখনও দেখিতে পাওয়া যায়।
  1. A letter written on the 13th of October, 1812, by Mr. Crommelin, Collector of Hidgellee, quoted by Mr. Price, Settlement Officer of Midnapur, in his report on Majnamutha, 1874-5, as well as by Mr. Bayley's Settlement Report of Jalamutha Estate, 1844, both preserved in the Midnapur Collectorate.

छेह इहेप्ऊ छांनिष्ठ श्रृंॉब्रि cष, श्छिली ब्रांtछाब्र कर्षकांग्रैौ कूक भांt७ ७वृ१ छेत्रज्ञैौ *$नांङ्गक যথাক্রমে জ্বালামুট ও মাজনামুট জমিদারী প্রতিষ্ঠা করেন। মছন্দরী ও মসনদ-আলি একই কথা ; সে যুগে যে কোন পদস্থ ও সম্রান্ত মুসলমান আপনাকে মসনদ-আলি বলিয়া কীৰ্ত্তিত করিতেন ।

squv शृहेॉप्स ठरबषजग्न शृङ्ग इङ्ग। उ९%य भश्ठार ब्राज्ञ ( ***v-०७**) প্রতাপাদিত্যের বিরুদ্ধে মানসিংহকে সাহায্য করেন। তৎপুত্র কক্ষপ রায়ের সময়ে ম্যানরিক আসিয়াছিলেন। তিনি এই কন্সপক্ষেই যশোহরের ভুঞ বলিয়া নির্দেশ করিয়াছেন। Westland's Report of Jessore, p. 45, Hunter's Statistical Accounts, vel. II., p. 203, বীরভূঞা (জানঙ্গনাথ রায় ) ১৯৪ পৃঃ।

$ षप्तांश्ब्र-भूलबांब इंठिशन, ०म ४७, २१०-* शूः ।