পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bసి8 যশোহর-খুলনার ইতিহাস দিতে দিতে জমিদারীর আয় অত্যন্ত কমিয়া গেল ; তখনও রাজার রাজেচিত উৎসব অনুষ্ঠান ও ব্যয় নিৰ্ব্বাহ করিতে গিয়া ক্রমে একেবারে ঋণগ্রস্ত হইয়া পড়েন। ১৭৮৪ খৃষ্টাব্দে দেখা গেল, রাজা শ্ৰীকণ্ঠ রায়ের প্রকাগু ঋণের পরিমাণ ৩•,••• হাজার টাকা দাড়াইয়াছে। তবে যে রাজা বার্ষিক তিন লক্ষ টাকা রাজস্ব দেন, তাঙ্গর পক্ষে এ ঋণ সামান্ত বটে, কিন্তু পূৰ্ব্বোক্ত কারণে আয় সংক্ষেপ হওয়ায় সামান্ত খণও ক্রমে বাড়িয়া চলিল। তিন বৎসর পরে যুশোহরের কালেক্টরেয় রিপোর্ট হইতে জানা যায় যে জমিদারীর বেবন্দোবস্ত নির্মিত্ত রাজা একেবারে নিঃস্ব অবস্থায় পড়িয়াছেন। রাজা শ্ৰীকণ্ঠ রায় “কল্পতরু” হইয়া রাজার রাজ্য লুটাইয়া দিয়াছিলেন। এমন সময়ে লর্ড কর্ণওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হইল। উহাতে পুরাতন ভূম্যধিকারীর জমিদারী থাকুক বা না থাকুক, সে বিষয়ের কোন কথা নাই, রাজস্ব সংগ্রহের দিকেই প্রখর দৃষ্টি পড়িল। নব বিধানে নির্দিষ্ট দিনে কিন্তীমত গাজান আদায় না করিলেই জমিদারী নীলামে চড়িতে লাগিল ; এই ভাবে শ্ৰীকণ্ঠ রায়ের সম্পত্তি মধ্যে পরগণার পর পরগণা বিক্রীত হইয়া গেল । ১৭৯৬ অব্দে রাজস্ব বিভাগ হইতে মলই পরগণা বিক্রয় করিয়া বাকী ওয়াশীল করা হইল। দেনার দায়ে আদালত হইতে রসুলপুর পরগণা নীলাম হইল । পর বৎসর রাঙ্গদিয়া, রামচন্দ্রপুর, চেকুটিয়া, ইমাদপুর প্রভৃতি পরগণাগুলি বাকী খাজনার নীলামে, সৈদপুর এবং ইশফপুরের কতকাংশ দেনার ডিগ্রীতে এবং অবশেষে সাহস পরগণা থোস কোবালায় বিক্রীত হইয়া গেল । তখন রাজ কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া আত্মরক্ষার জন্ত সদসৎ নানা উপায় অবলম্বন করিতে লাগিলেন । তিনি ও তাহার কনিষ্ঠ ভ্রাতা গোপীকুণ্ঠ বা গোপীনাথ নিজের অবশিষ্ট কতক সম্পত্তি বাটোয়ারা করিয়া লইলেন এবং একজনের কোন অংশ বন্ধকপুত্রে বিক্রয়ের পথে উঠিলে, অন্ত ভ্রাতা সরিকরূপে দাড়াইয়া নীলাম রদ করিবার চেষ্টা করিতেছিলেন। কতকগুলি তালুক স্বষ্টি করিয়া তাহ বন্দোবস্ত করির কিছু টাকা পাইলেন এবং পরে দখল না দিয়া শেষে বাকী খাজনায় উছ দিয়ে করিয়া লইতে লাগিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় গবর্ণমেণ্ট इच्छ्राड श्रेजी शिग्रांप्इ । ब्रांबब्रांप्लवौज विजश् अषन खत्रप्नद्र बtण गक्लिब जीtइ। ब्रज वबशक्t** गया हीष्प्लांब वायत्रांश ঠাকুরাণী এবং যশোহরে কালীৰা প্রতিষ্ঠিত্ব ছ।