পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস ১১। পীতাম্বর ও নীলাম্বর (পুটিয়া ) ! ... o. ১২। ঈশা খাঁ লোহানী ও ওসমান খ (উড়িষ্যা ও হিজলী)। ইহাদের মধ্যে প্রথম ছয়জনই বিশেষ বিখ্যাত। তাহারাই তদানীন্তন রাজনৈতিক গগনে সমুজ্জ্বল এবং তাহারাই মোগলদিগের দিগ্বিজয়ের পথে কণ্টক হইয়াছিলেন। আমরা তাহাদের কথা পরে বলিব। অপর ছয় জনের মধ্যে কেৱলমাত্র উড়িষ্ক ও হিজলীর পাঠান ভূঞাদিগো সহিত প্রতাপাদিত্যের সম্বন্ধ ছিল এবং তাহারাই পাঠান বিদ্রোহের অন্ততম নেতা। মোগলকর্তৃক বঙ্গবিজয়ের পর উড়িষ্যাই পাঠানদিগের আশ্রয়স্থল হয় ; সেই স্থান হইতে পাঠানের বঙ্গের নানা স্থানে বিক্ষিপ্ত হইয় বিদ্রোহ-বহ্নি ছড়াইয়াছিল। বিজয়ী মোগলের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়াই ভুঞাদিগের প্রধান কৃতিত্ব বা প্রধান অপরাধ। এ বিষয়ে যিনি যে পরিমাণে কৃতী, মোগলদিগের নিকট তিনি সেই পরিমাণে অপরাধী। প্রথম অপরাধী ওসমান—কতলুর প্রধান মূী ঈশা খার পুত্র ওসমান * উড়িষ্যা হইতে পাঠানের রাজতক্তের উত্তরাধিকারের দাবি করিতেন। সেই দাবির পক্ষপাতের জন্তই বঙ্গ ভরিয়া বিদ্রোহ জাগিয়াছিল। প্রতাপাদিত্য সেই দাবির প্রধান পক্ষপাতী। হিজলীর ঈশা খ ও উড়িষ্যর কতলু খাঁ একই লোহানী বংশসস্তৃত। এজন্ত ঈশা খাঁ ও তৎপুত্র ওসমানকে আমরা এক পৰ্য্যায়ভূক্ত করিয়াছি। কেহ কেহ উহাদিগকে দ্বাদশ ভৌমিকের অন্তভুক্তই করেন না। - কিন্তু দায়ুদের মৃত্যুর পর যখন ওসমানের অধীনে পাঠানগণ বহুকাল পর্যন্ত দোদও প্রতাপে, উড়িষ্যায় ভূম্যধিকারী ছিল, হিজলীর শাসনকৰ্ত্ত অবশেষে ৪ পূর্বেই বলিয়াছি, বঙ্গীয় লেখকদিগের মধ্যে নানা জনে নানা ভাবে ভুঞাদিগের গণমা করিয়াছেন। প্রসিদ্ধ ঐতিহাসিক লেখক যুক্ত নিখিলনাথ রায় জেসুইট মিশনরীদিগের अमांनीशूनांtब यांशाrमब्र छाणिकाष्ट्रख् यथग 5ाबिछनरकई छूशं रणिब्र शैकब्र कtब्रन। (প্রতাপাদিত্য ৪৭-৪, পৃ: )। পণ্ডিত সত্যচরণ শাস্ত্রী ( প্রতাপাদিত্যের জীবনচরিত ২ খৃঃ) প্রথম ১১ জনের নাম স্বীকার করিয়াছেন। তবে তিনি সাতোড়ের নামোল্লেখ না করিয়া ‘পাবনা লিখিয়ছেন। এতদ্ব্যতীত তিনি দিনাজপুরের রাজাকে ভুঞা বলিতে চান, কিন্তু আমরা যে সময়ের আলোচনা করিতেছি, তখনও দিনাজপুরের রাজ্যের উৎপত্তি হয় নাই । SSBBBBB BBB BBD DDDS A SttS BB BBBBBD DD SBBB BBS ১. পৃঃ) চাগালী ও ফজল গাজীকে পৃথক পৃথক উল্লেখ করিয়া, মাত্র ১ জনের নাম रिशtश्न i