পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ई४१ যশোহর-খুলনা ইতিহাস উলচ্ছভারিংশ পরিচ্ছেদ-রাজ সীতারাম রাক্স (ক) সময় ও পরিচয় আমাদের ইতিহাস বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বের শেষাংশে আলির পড়িয়াছে। আকবরকে লইয়া মোগলরাজত্বের উত্থান, আওরঙ্গজেবের সময় তাহার চরম উন্নতি ও পতন। আকবরের সময় মোগল যখন বঙ্গে নুতন আসিতেছিল, পাঠান ও হিন্দুতে মিলিয়া তাহাদের গতিপথ রোধ করিবার চেষ্টা করিয়াছিল ; সেই প্রতিদ্বন্দ্বীদিগের সর্বাশ্রগণ্য ছিলেন—মহারাজ প্রতাপাদিত্য, তিনি যশোহর-খুলনার দক্ষিণাংশের প্রধান ঐতিহাসিক চরিত্র। আবার আওরঙ্গজেবের সময়, মোগলের কঠোর শাসনের প্রপীড়নে, নিৰ্জ্জীব পাঠানদলের পুনরুখান চেষ্টার সহায়তায়, বঙ্গে যে হিন্দু-শক্তির পুনরুন্মেষ হইয়াছিল, তাহার অন্যতম অগ্রদূত রাজা সীতারাম রায়, তিনি যশোহর-খুলনার উত্তরভাগের প্রধান ঐতিহাসিক পুরুষ। উভয়ের সহিত সম্বন্ধ-স্বত্রে, উভয়ের প্রতিপত্তির ব্যাপকতায় সমগ্র যশোহর-খুলনা বিজড়িত হইয়া রহিয়াছে। তাই এই উভয়ের কথাই দেশের কথা,--দেশের ইতিহাসের প্রধান অংশ৭ অনেক দেশের ইতিহাসে দেখা গিয়াছে, ঠিক একশত বৎসরের পর এক একবার জাতীয় জীবনের সাড়া পাওয়া যায়। বঙ্গেও তাছাই হইয়াছিল–১৭৯৯ খৃষ্টাব্দে প্রতাপাদিত্য স্বাধীনতা ঘোষণা করেন, ১৬৯৯ অন্ধ হইতে সীতারাম স্বাধীন রাজার মত রাজত্ব আরম্ভ করেন। . প্রতাপের.কথা বলিয়াছি, এখন সীতারামের কথা বলিব । বহু অপবাদ ও আবর্জনার অন্তরাল হইতে অতিকষ্টে প্রতাপাদিত্যের ইতিহাসের কতক উদ্ধার করা হইয়াছে, বহু উপন্যাস ও রচা কথা সারাইয় রাখিঃ সীতারামের কথা শুনাইভে হইবে। : উপন্যাস ও ইতিহাসে বিস্তর প্রভেদ। অবিকৃত, অকৃত্রিম, কৃঠোর সত্য লইয়| ইতিহাস গঠিত ; আর লামান্ত অস্থিমজ্জার উপর কল্পনার উন্মেষে কৃত্রিম ঘটনাবলীর ঘনসন্নিবেশে উপন্যাস রচিত হয়। করমর কঠোরই হউক, বা কোমল শুামল শম্পাচ্ছাদিতই হউক, ইতিহাসের পথ একটি ; সে পথ আছে, তোমাকে সেই পথে যাইতেই হইবে। উপন্যাসের পথ বহু সংখ্যক ; লেখক ও *ोर्टरकन्न क्वफ़ि अछूणाटन, cन शृषं हेछझांमऊ अँकिब्र रॉांकिब्र 5णिइ दांग्न।