পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল-সংঘর্ষ Φίνύ রাখিতেন না ; আজিম্ উশ্বানের সঙ্গে তাহার পত্র ব্যবহার চলিত। তবে নিজামত সেরেস্ত পাটনায় চলিয়া গেলে, সকল খবর সেখানে পৌছিত না। অন্তপক্ষে দেওয়ান ভূষণার বিশেষ খবর রাখিতেন না, শুনিয়াও শুনিতেন না ; রিং সীতারাম প্রথম আমলে পাঠান বিদ্রোহীদিগকে দমন করায় মুর্শিদকুলি তাহার উপর খুলী ছিলেন এবং তাহার কথাই অধিক বিশ্বাস করিতেন। সীতারামের উকীল মুনিরাম রায় মুর্শিদাবাদে থাকিয় আৰু তোরাপের অত্যাচার ও কলঙ্ককাহিনী বুঝাইয়া দিতেন। দেওয়ান অবশু আৰু তোরাপের গোস্তাকি মাপ করিতে রাজি ছিলেন না, কিন্তু নানা রাজনৈতিক সমস্তার মধ্যে এদিকে দৃষ্ট নিক্ষেপ করিবার তাছার সময় ছিল না। তাই সময় বুঝিয়া আৰু তোরাপ, সেই নিভৃত এবং দুর্গম মহলে সৰ্ব্বেসৰ্ব্বা হইয়া বসিলেন । লোকে তাহাকে নবাব বলিত এবং তিনিও নবাবী কায়দায় কঠোর ভাবে শাসন-দণ্ড চালনা করিতেন। দেশীয় প্রবাদ হইতে জানা যায়, তিনি বড় অত্যাচারী ছিলেন এবং প্রজার জাতিধৰ্ম্মে হস্তক্ষেপ করিতেন। সে সব কথা শতমুখে সীতারামের কর্ণগোচর হইত। তিনি সেই অত্যাচারী ফৌজদারকে মানিতেন না। . ফৌজদারকে অন্ত কোন ভাবে মানিবার কোন প্রয়োজন ছিল না, শুধু কর দিলেই তিনি সস্তুষ্ট থাকিতেন । কিন্তু সীতারাম তাহাতেও সম্মত হইলেন না । ফৌজদার তর্জন গর্জন করিয়া পত্র লিখিলেন, অবশেষে সীতারামের রাজসভায় লোক পাঠাইয়া বাকী রাজস্বের জন্ত সৰ্ব্বজনসমক্ষে তাহাকে তিরস্কৃত করিলেন । সীতারামের ক্রোধের পরিসীমা রহিল না ; তিনি প্রতিজ্ঞা করিয়া বসিলেন, অত্যাচারী মোগলকে কর দান করিবেন না। অনেক জমিদারী আপনিই তাহার হাতে আসিয়া পড়িয়াছে কতক তিনি বাহুবলে জয় করিয়াছেন, সুতরাং মোগল ফৌজদার তাহার নিকট রাজস্ব দাবি করিবার কে ? ফৌজদারের অবস্থা বা শক্তি কি, তাহ সীতারাম জানিতেন। অন্যত্র হইতে সাহায্য না পাইলে, ফৌজদার যে র্তাহার কিছুই করিতে পরিবেন না, তাহা তিনি বুঝিতেন। বঙ্গেশ্বর আজিম্ উশ্বান তখন দিল্লীতে, তাহার পুত্র ফরধূশিয়র প্রতিনিধিরূপে ঢাকায় ও পরে পাটনায় ছিলেন বটে, কিন্তু তিনিও দিল্লীয় সিংহাসন লইয়া যে বিরোধ চলিতেছিল, তাহার চিস্তায় ব্যতিব্যস্ত ; কারণ তাহার নিজের পরিণাম তাহার পিতার জয়পরাজয়ের উপর নির্ভর করিত। কোথায় কোন ফৌজদারের