পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্ৰশোহর-খুললার ইতিহাস দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অংশ ইংরাজ আমল প্রথম পরিচ্ছেদ-ব্রটিশ-শাসনের প্রবর্তন ও হেঙ্কেলের কীৰ্ত্তি ১৭৫৭ খৃষ্টাব্দে নবাব সিরাজউদৌলা ষড়যন্ত্রের ফলে পলাশীর যুদ্ধে সেনাপতি কৰ্ণেল ক্লাইভের নিকট পরাজিত ও পলায়িত ইষ্টলেন বটে, কিন্তু উছাতে নৰাৰী শাসনের পরিবর্তন হয় নাই ; কারণ সিরাজের নৃশংস হত্যার পর, তাছার স্থলে মীরজাফরকে মুর্শিদাবাদের মসনদে বসান হইল। তবে বিশ্বাসঘাতকতার বিষদোষে মানুষের মেরুদণ্ড বিনষ্ট হয়, তাহার আর আত্মসন্মান বা স্বাতস্কোর জ্ঞান থাকেন ; মীর জাফর ইংরাজের হস্তে কলের পুতুল ইষ্টয়া বসিলেন, লোকে তাহাকে “কৰ্ণেল ক্লাইভের গর্দভ” বলিয়া উপহাস করিত। ৬ এমন কি, তাহার ইংরাজ-প্রভুই তাছাকে অকৰ্ম্ম সাব্যস্ত করির গদিচ্যুত করত: তাছার জামাতা মীর কাশেমকে নবাব-তক্তে বসাইলেন । কিন্তু মীর কাশেমের প্রকৃত চবিত্র পূৰ্ব্বে জানা যায় নাই ; তিনি যখন স্বদেশীয় রাজ-তত্তের মর্যাদা রক্ষার জন্ত মাথা তুলিলেন, তখন তিনি বিদ্রোহীর মত যুদ্ধক্ষেত্রে বিধ্বস্ত ইষ্টলেন এবং পলায়ম করিয়া দীনহীনের মত জীবন শেষ করিলেন। অহিফেনসেবী, কুষ্ঠাক্র্যস্ত, বৃদ্ধ ও অকৰ্ম্মণ্য মীর জাফরের আবার ডাক পড়িল, কিন্তু অচিরে মৃত্যু তাছার বিষন্ন অবসন্ত্র জীবনের সমাপ্তি করিয়া দিল । বঙ্গীয় মুসলমান-শাসনের স্বাতন্ত্রোর যাহা কিছু অবশিষ্ট ছিল, তাছাও এই সঙ্গে শেষ হইয়া গেল। ইহার পর বৈদিশিক শাসক-সম্প্রদায়ের ক্রীড়া পুতুলের মত কত জন নবাব-তক্তে বসিয়া বৃত্তিভোগ করিলেন, তাঁহাদের কাহিনীর সতি দেশের রাজনৈতিক ইতিহাসের কোন সম্পর্ক নাই ।

  • Stewart's History of Bengal ( Bangabasi edition P. 608