পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o যশোহর-খুলনার ইতিহাস এক হাজারের কম পেতের কাষে কোন কারখানা চলে না। গুড়ের মূল্যের ঔ অংশ টাকা মূলধন হইলে কারখানা চালান যায়। ওড়ের মূল্য গণপ্রতি ৩১ ধরিলে প্রত্যেক পেতেয় ৮ হিসাৰে মূলধনের আবর্তক হয়। যদি গড়ে ৩••• পেতে বার প্রত্যেক কারখানা চলে, তাছা হইতে প্রত্যেক কারখানায় ২৪•••N টাক এবং ৩২টি কারখানায় ৭,৬৮,•••টাক মূলধন খুঁটিতেছে ধরা যায়। প্রত্যেক পেতের ৪/ শুড়ে ৯/৮ সের আন্দাজ আখড়া চিনি, ॥২ কিম্বা ও সের ফুঙ্গো, ১/৩ সের মাংগুড় এবং অবশিষ্ট ॥৬ সের ঘাটতি বা জলতি ( wastage) যায়। উক্ত চিনিও গুড়ের মূল্য মোট ২৪, টাকা ধরা যায়। খরচের মধ্যে গুস্থের মূল্য ১২১৩ টাকা, পেতে প্রতি খরচ ২৩ মোট খরচ ১৪১৫ টাকা বাদ দিলে, প্রত্যেক পেতের আনুমানিক ৯১০ টাকা লাভ দাড়ায়। অবশু ইহান্ন মধ্য হইতে সরঞ্জাম, টাকার সুদ প্রভৃতি আরও খরচ বাদ পড়ে। : -' উনবিংশ শতাব্দীর প্রথমভাগে বিলাতী ব্যবসায়ীরা চিনির কারবার করিতে বঙ্গে আসেন। বৰ্দ্ধমানের অন্তর্গত ধোবা নামক স্থানে ব্লেক সাহেব ( Mr. Blake) প্রথম ইংরাজ কুঠি স্থাপন করেন। কিন্তু তাছার লোকসান হইতে লাগিলে, একটি কোম্পানি গঠন করিয়া তিনি নিজ কুঠি ৪৫ লক্ষ টাকায় বিক্রয় করেন। কোটচাঁদপুর ও জিমোহানীতে ঐ কোম্পানির কুঠি বসিয়াছিল। সেই nga fie și SR (Mr. Newhouse) orttex কোটচাঁদপুরে এবং সেণ্টসারি সাহেব ত্রিমোহানীর কুঠির মালিক হন। এই সময়ে কলিকাতার Gladstone wylie & c০. চৌগাছায় আলির কারখানা খুলেন। প্রথমে স্থিৰ, ও পরে মাৰুলিয়ড, লাহেব ( Mr. Mcleod ) ম্যানেজার ছিলেন। ম্যাকৃলিয়ড প্রথমে স্থানীয় সমস্ত খেজুর রস কিনিয়া লইয়া গুড় ও চিনি প্রস্তুত করিতেন। বড় বড় খেজুর ক্ষেতে রস ঢালির দিলে উছা কিরূপে লোহার নল দিয়া কারখানায় পৌছিত, তাহা এখনও দেখিয়া বুৰা যায়। কারখানার পার্থে সাহেবের ষে সুন্দর পাঙ্ক জাবাল বাটিকা ছিল, তাছা এখনও বাসোপযোগী রহিয়াছে। চারিপার্থে এখনও জঙ্গর কলমের বাগান, কবর স্থান ও সভান সঙ্কতির অকাল মৃত্যু-জনিত মৰ্ম্মশ্ৰণী পারকলিপি আছে। কোটচাঁদপুর, কেশৰপুর, ক্রিমোহানী, ৰিজায়গাছ ७नधिएकणवांक्लिडांइ u३ ८कां★तनिद्र कांब्रथांनी शिण । क्रूि »ve० जरच বৰঙনিউট্রর গির কেবল কোটচাঁদপুর ও চৌগাছা থাকে। -