পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ew शाश्वांश्ब्र-धूल्बांद्र हेठिशन সংশ্ৰব-দোষে কলিকাতার প্রসিদ্ধ “ঠাকুর” বংশে পরিণত । সেনহাটি, কালিয়৷ ও গাখালির হড় এবং ইছাপুরের ছড়-চৌধুরিগণ কুলক্রিয়ায় প্রসিদ্ধ। সেঞ্চ হাটির মাধচটক, মল্লিকপুরের পারি-শ্রোত্রিয় মল্লিকগোষ্ঠী, সিঙ্গিয়া ও বড়গাতির সুন্দরাময় শ্রোত্রিয় গুরুভট্টাচাৰ্য্যগণ বিশেষ উল্লেখযোগ্য। কত কবি, পণ্ডিত ও কৃতী পুরুষের জন্মগ্রহণে যে যশোহর-খুলনার কুলীন ও শ্রোত্রিয়-বংশ উজ্জ্বল হইয়াছে তাহ বলিবার নহে। ঘটকরাজ লালমোহন বিষ্ঠানিধি (মহেশপুর নিবাসী) মহাশয় সত্যই বলিয়াছেন যে “অতি প্রসিদ্ধ মহাত্মগণের মধ্যে বাৎস্য গোত্রেই অধিক সংখ্যা দেখা যায়।” মহেশপুরের শিমলাল-ভট্টাচাৰ্য্য কৃষ্ণানন্দ বিষ্ঠাবাচস্পতি “অন্তর্ব্যাকরণ-নাট্য-পরিশিষ্ট” নামক প্রসিদ্ধ নাটকাদি প্রণয়ন করেন । সেনহাটির প্রসিদ্ধ পণ্ডিত যজ্ঞেশ্বর বেদান্তবাগীশ এবং পূর্ণচন্দ্র বেদান্তচুধু কাঞ্জারীবংশীয় ; বিশ্ববিখ্যাত তারানাথ তর্ক বাচস্পতি সারলের কাঞ্জারী কুল-প্রদ্বীপ। ঘাটভোগ নিবাসী প্রসিদ্ধ পণ্ডিত কৈলাসচন্দ্র চূড়ামণি এবং বেনাব প্রসিদ্ধ বক্তা মধুসূদন আগমবাগীশ ও সাধক শ্রেষ্ঠ সতীশচন্দ্ৰ সৰ্ব্ববিদ্যাবংশীয় দেশমান্ত ব্যক্তি । পণ্ডিত হরিনাথ বেদাঙ্কবাগীশ সেনহাটির সিদ্ধান্ত । মল্লিকপুরের ভট্টাচার্য বংশীয় বিষ্ণুদাস সিদ্ধান্ত, ইছাপুরের ছড়-চৌধুরী রাঘব সিদ্ধাস্ত, তালখড়ির ভট্টাচার্য বংশের আদিপুরুষ চৈতন্যদেবের পার্ষদ মহাপুরুষ লোকনাথ চক্ৰবৰ্ত্তী, মহারাজ প্রতাপাদিত্যের গুরুদেব কমলনয়ন তর্কপঞ্চানন, নলডাঙ্গার আখণ্ডল বংশের আদিপুরুষ বিষ্ণুদাস হাজরা প্রভৃতি ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তি। জয়দিয়ার মুখোপাধ্যায় দেশ-প্রসিদ্ধ নীলাম্বর ও ঋষিবর, গাথক মতিলাল, ইনস্পেক্টর ফণিভূষণ (Mr. P. Mukherji), সারসার সাহিত্যিক ঠাকুরদাস মুখোপাধ্যায়, বাগ আচড়ার ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের নাম অনেকেই জানেন। আধুনিক সময়ে ব্যারিস্টার ব্যোমকেশ চক্ৰবৰ্ত্তী, দৌলতপুর-কলেজের প্রতিষ্ঠাত মহামহাধ্যাপক ব্রজলাল শাস্ত্রী, মহামহোপাধ্যায় আশুতোৰ স্মৃতিভূষণ, প্রসিদ্ধ স্বাৰ্ত্ত যোগীন্দ্রনাথ স্মৃতিস্তীর্থ, ও নৈরায়িক গিরিশচন্দ্র তর্কতীর্থ তালখঙ্কির ভট্টাচাৰ্য্য বংশীয় বাৎসায়ন ভায্যের” ব্যাখ্যাত পণ্ডিত ফণিভূষণ তর্কবাগীশ, ভারতী-বংশীয় জুবক্তা সাংখাবেদান্ত তীর্থকেদারনাথ এবং স্থলেখক পণ্ডিত রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ যশোহর-খুলনার খ্যাতি ৰন্ধন করিতেছেন। স্থৰিখ্যাত প্রত্নতাজিক ও ঐতিহাসিক