পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`वणॆ-दश् ሠቆማ বাঞ্চল দাস বঙ্গ্যোপাধ্যায় ছঘরিয়ানিবাসী মুর্শিদাবাদের প্রসিদ্ধ উকীল ৮মতিলাল বন্দ্যোপাধ্যায়ের পুত্র। ঢোলপুর ষ্টেটের রাজসচিব সর্দার উমাচরণ ও তৎপুঞ্জ সর্দার তারাচরণের পূর্বনিবাস ছিল যশোহরের অন্তর্গত জঙ্গল-বাধালে। • কনোজগত পঞ্চ ব্রাহ্মণের আগমনের পূর্ব যে সকল ব্রাহ্মণ এদেশে ছিলেন, তাহার “সপ্তশতী” পৰ্য্যায় ভুক্ত। এখনও এই “সাতশতী” বংশীয় ও পরাশর গোত্রীর প্রাচীন ব্রাহ্মণ বংশ যশোহর-খুলনায় আছেন। ইহাদের মধ্যে সেনহাটির ও সাতক্ষীরায় “কাটানি” বংশের নাম উল্লেখযোগ্য। বৈষ্ণব জগতে যে মহাত্মা “ৰবন হরিদাস” বলিয়া পরিচিত এবং ব্রহ্ম হরিদাস ঠাকুর বলির পূজিত, তিনি বুড়ন পরগণায় ভাট-কলাগাছি গ্রামে পরাশর-গোত্রীর ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়া এদেশ পবিত্র করিয়াছেন । পূৰ্ব্বোক্ত বংশ ব্যতীত আরও এক সম্প্রদায়ের ব্রাহ্মণের যশোহর-খুলনায় বাস করিতেছেন। ইহাদের পূর্বপুরুষগণ সম্ভবতঃ মানসিংহের পার্শ্বচরন্ধপে প্রতাপাদিত্যকে নিগৃহীত করিবার জন্ত এদেশে আছেন এবং প্রত্যাগমনকালে সেই সকল পাড়ে, তেওয়ারী (ত্রিবেদী ) মিশ্র প্রভৃতি হিন্দুস্থানী ব্রাহ্মণের কলারোয়ার নিকটবর্তী সামূটা, চন্ধনপুর প্রভৃতি স্বানে বসতি করেন। ইহাদের মধ্যে সাংস্কৃতি-গোত্রীয়, কৌশিক গোত্রীয় ত্ৰিবেদী ৰ “প্রধান", এবং পাড়ে ও রায় উপাধিধারিগণ সমধিক বিখ্যাত। প্রসিদ্ধ পণ্ডিত ও লেখক ৮ৰীরেশ্বর পাড়েও তৎপুত্র দানশীল মনোমোহন পাড়ে এবং অধ্যাপক সাতানাথ প্রধান প্রভূতি এই বংশীয় কৃতী পুরুষ। বৈদ্য-বধ শ বল্লাল লেনের পূর্ব হইতে বৈদ্যবংশে সিদ্ধ, সাধা ও কষ্ট, এই তিন শ্রেণী ছিল । তন্মধ্যে সিদ্ধগণ বল্লালের নিকট কৌলীন্ত পান। উহাদের মধ্যে আট জনকে মহারাজ লক্ষ্মণ সেন মুখ্যাই কুলীন বলিয়া চিহ্নিত করেন –শক্তি -গোত্রীয় দুহি ও শিয়াল, ৰম্বহুরি-গোত্রীর বিনায়ক ও গরি, যৌদগলী গোত্রীয় চায় ও পন্থ এবং কাশুপ-গোত্রায় ত্রিপুর ও কায়ু । ইহার মধ্যে প্রথম চারি জনের উপাধি

  • बरछब्र वांश्छिद्र बांश्रांजी ४०३**