পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏑᎼ8 যশোহর-খুলনার ইতিহাস নাথের নাম উল্লেখযোগ্য। গয়েশপুরের বৈদ্যবংশের পূর্বপুরুষ রামশঙ্কর নলডাঙ্গার রাজ রামশঙ্করের বন্ধু ও রাজ-কবিরাজ ছিলেন। ইহার পূর্ব পুরুষ ছিলেন একজন সন্ন্যাসী, তিনি রাধাবল্লভ বিগ্রহ লইয়া শ্ৰীখণ্ড হইতে নলডাঙ্গায় আসেন। রাজা ইহাদিগকে বহুবিধা নিষ্কর দিয়া প্রথমতঃ বেজপাড়ায় ও গয়েশপুরে বসতি করান। উহারা সে নিষ্কর এখনও ভোগ করিতেছেন। কবিরাজ রামশঙ্কর মৃত্যুর দিন-ক্ষণ বলিয়া দিয়া নিজের গঙ্গাযাত্রা নিজে করিয়াছিলেন। তাহার পৌত্ৰ মহেন্দ্রনাথ ( L. M. s. ) জীবিত আছেন। তাহাদিগের গৃহে আজিও রাধাবল্লভ বিগ্রহের নিত্য-সেবা চলিতেছে। কাল্পস্থ-সমাজ যশোহর-খুলনার কায়স্থ-সমাজ বঙ্গদেশের সারাংশ। তবে একথা চারিশ্রেণীর কান্ধ মধ্যে বঙ্গজ ও দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ সম্বন্ধে যেমন খাটে, অপর দুই শ্রেণী অর্থাৎ উত্তর রাষ্ট্ৰীয় ও বারেজ সম্বন্ধে তেমন খাটে না। সেন রাজগণের রাজত্বকালে বারেন্দ্রদিগের প্রধান সমাজ যশোহরের উত্তরাংশে শৈলকুপ অঞ্চলে প্রথম প্রতিষ্ঠিত হয় ; এখনও সেখানে ঐ শ্রেণীর কুলীনগণের কয়েক শাখা বর্তমান আছে বটে, কিন্তু অধিকাংশই ফরিদপুর, পাবনা ও রাজসাহী অঞ্চলে উঠিয়া গিয়াছে। প্রতাপাদিতোর সেনাপতি রঘুনাথ রায় (নাগ) এবং সীতারামের কৰ্ম্মচারী বলরাম দাস মুন্সীর পরিচয়-প্রসঙ্গে বারেন্দ্রদিগের স্থূলকথা কিছু বলিয়াছি ( ৪১৮-২১, ৬৩০-১ পৃ: )। বারেস্ত্র মধ্যে দাস, ননীও চাকী সিদ্ধ বা কুলীন এবং দেব, দত্ত ও নাগ সাধ্য বা মৌলিক । এই কয়েক ঘর লইয়া শৈলকুপার বারেস্ত্র সমাজ স্থাপিত হয়। চাচড়ারাজবংশ ও রাজা সীতারামের বংশকথা উপলক্ষ্যে উত্তররাঢ়ীয় কায়স্থের কথা বলিয়াছি ( ৪৭৭-৮, ৫১৫ পৃ: ) । ঐ সমাজে বাৎস্ত-সিংহ ও সোঁকালিন ঘোষ এই দুই ঘর কুলীন । উভয়ই যশোহরে বর্তমান ; চাচড়ার রাজগণ উক্ত সিংহ-বংশীয় এবং রামনগরের ঘোষচৌধুরী জমিদারগণ (৭৩°পৃঃ) উক্ত ঘোষ-কুলীন। অপর ৫৬ ঘর মৌলিকের মধ্যে রাজা গীতারাম রায় দাসবংশীয় এবং তাছার কয়েকঘর মৌলিক আত্মীয় মহম্মদপুরে উপনিৰিষ্ট হন। সীতারামের শ্বশুর সরল খাঁ ঘোষ একজন প্রসিদ্ধ কুলীন, তিনি মহম্মদপুরের