পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"鎖。 যশোহর-খুলনার ইতিহাস ও টেক। এই সকল সমাজের স্কুলীন ও বংশজ এবং মৌলিকদিগের অধিকাংশ শাখা যশোহর-খুলনার বর্তমান। একমাত্র মাহিনগর সমাজভূক্ত থানাকুলের বস্তু সৰ্ব্বাধিকারী এবং কোন্নগরের মিত্র বংশ ব্যতীত অন্তস্থানের কুলীনগণ যশোহরখুলনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিত করিতে সমর্থ নহেন। বল্লাল ও তৰংশীয় দনেজা মাধবের সময়ে দক্ষিণ রাঢ়ীয় কুলবিধি প্রণীত হয়। গৌড়েশ্বর হুসেন শাহের উজীর, মাহিনগর সমাজের প্রসিদ্ধ কুলীন পুরন্দর খ (গোপীনাথ বস্থ) সকল কুলীনের সমীকরণ বা একযায়ী করিয়া নবরঙ্গকুল গঠন ও পূৰ্ব্বতন কুলবিধির সংস্কার সাধন করেন। নবরঙ্গের মধ্যে মূল কুল পাচটি, মুখ্য, কনিষ্ঠ, ছভায়, মধ্যাংশ ও তেওজ। শেষোক্ত চারিজনের দ্বিতীয় পুস্ত্রগণও কুলীন, মুতরাং সৰ্ব্বমুদ্ধ কুল ৯টি, তন্মধ্যে পুরন্দর ছভায় ও উহার ‘দ্বিতীয় পুত্র এই দুই কুলের সৃষ্টিকর্তা। মুখ্য কুলীনের আবার তিন শ্রেণী আছে, প্রকৃত, সহজ ও কোমল। মুখ্যের দ্বিতীয়পুত্র কনিষ্ঠ, ৩য়পুত্র মধ্যাংশ ও ৪র্থঞ্জন তেওজ কুলীন ; পঞ্চম হইতে অন্ত সকল পুত্র “মধ্যাংশ দ্বিতীয় পুত্র” নামক কুল বিশিষ্ট । কাল সহকারে এই শেষোক্ত কুলীনের সংখ্যাই সৰ্ব্বাপেক্ষ অধিক হইতেছে। সম্ভবতঃ লক্ষ্মণসেনদেবের সময় হইতে কুলীনদিগের সমীকরণ বা একফাই (একধাৰী ) প্রথা ছিল । উহার বিবরণ পাই না । পুরন্দর র্থ যখন ১৩ পর্য্যায়ের কুলীমদিগের একধাই করেন, তদবধি ১৩ হইতে ২৫ পৰ্য্যন্ত ১৩টা পৰ্য্যায়ের একথাই হইয়াছে। ইহার মধ্যে ১৩, ১৬, ১৭, ২১, ২২, ২৪, ২৫—এই গাতটা পৰ্য্যায়ের বার মাহিনগর সমাজের বক্ষ-সৰ্ব্বাধিকারিগণ মুখ্য কুলীন মধ্যে প্রকৃতরাজ নামে সৰ্ব্বাস্ত্রগণ্য হন ; অবশিষ্ট ছয়বারে বালী সমাজের ঘোষগণ এই রাজতুল্য পদবীর অধিকারী হন। ১৪ পৰ্য্যায় হইতে বালীর ঘোষদিগের প্রধান थांब्रl dझे ३ -->8 अंशंशङि->* छत्रीब्रांर्थ-( थिबांनन )-(ब्रङिकांख्)-०४ BBDSBBBBBBSS BBB SBBB S BBD SBBBBD -- ব্রজকিশোর )—২৫ চণ্ডীচরণ। ২৫ পৰ্য্যায়ে শ্ৰীনাথ সৰ্ব্বাধিকারী সৰ্ব্বাস্ত্রগণ্য হন এবং চণ্ডীচরণ ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করেন। উপরি লিখিত ধারায় ধাহাজের নাম বন্ধনীর মধ্যে দিলাম, তাহারা প্রকৃত রাজ হন নাই, অপর ছয়জন হইখছিলেন। তন্মধ্যে গণপতি, জগন্নাথ ও রাজেন্দ্র বালীতে বাস করিতেন ।