পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

iyరీః যশোহর-খুলনার ইতিহাস ভ্রাত্য হইয়া যান। যখন বৌদ্ধধৰ্ম্ম প্রবাহে আসমুদ্র বঙ্গ প্লাবিত, তখন উহারাও সে প্রবাহে ভাসিয়া যান। সেনযুগে ব্রাহ্মণ্য ধর্শ্বের পুনরুখান হইলে অনেকে সে মতে পুনর্জীক্ষিত হন বটে, কিন্তু কতকগুলি জাতির রাজামুগ্রহ লাভে আগ্রহ ‘রা থাকায়, তাহারা নব সমাজের প্রবল কোপে পড়িয়া সমাজে নিগৃহীত ও অনাচরণীয় হন। এমন পাকা দলিলে তাহানের সামাজিক অবস্থা কলমবন্ধ হইয়া গিয়াছিল যে, বহু শতাব্দীতেও তাহার পরিবর্তন হয় নাই। ইহাঙ্গের মধ্যে সুবৰ্ণ বণিক ও যোগীজাতির কথা পূর্বে বলিয়াছি। ক্ষত্রিয়কুলজাত পুওগণও সেই একই প্রকারে নির্য্যাতিত। মহাভারতাদি গ্রন্থে আৰ্য্য ও অনাৰ্য্য উভয় জাতীয় পুণ্ডের উল্লেখ আছে। সম্ভবতঃ অনার্য পেণ্ডের দক্ষিণ ভারত হইতে দক্ষিণবঙ্গে সমুদ্রকুলে আসিয়া বাস করেন এবং পূৰ্ব্বাভ্যাস বশতঃ মংস্ত-ব্যবসায়ী হন। সেই ধীবর পোদগণের আচার প্রকৃতি চাষী পোদ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন। চাষী পোদগণ যে অনাৰ্য্য নহেন, বহু অনুসন্ধানের ফলে ইহাই আমার বিশ্বাস, উদ্ধার স্থান ও ব্যবহার দোষে শূন্ত্রত্ব প্রাপ্ত হইয়াছেন মাত্র । খুলনাব দক্ষিণাংশে বহু চাষীপোদের বাস। তাহারাই স্বনীরবনের প্রধান अवांशकान्नैौ छांङि । ईशानज्ञ माशा गांभांछिक ८कोणौछ नाझे रुटी, किढ़ ক্রিয়াগুণে কতকগুলি পরিবার সমাজে সন্মানিত হইয়াছে। তন্মধ্যে পাইকগাছা খাদার অন্তর্গত হাতিয়ারডাঙ্গার বাছাড় ও চণ্ডীপুরের ঢালী, এবং তালার অন্তর্গত মহিষাডাঙ্গার সর্দার ও বিশ্বাস বংশবিশেষ বিখ্যাত। হাতিয়ারডাঙ্গার হরিমোহন বাছাড় সঙ্গভিসম্পন্ন, নিষ্ঠাবান ও অতিথিপরায়ণ লোক ছিলেন। গুড়িখালি বাজারে ঘোষখালি নদীর উপর তিনি যে কারুকার্য্য খচিত প্রকাও রাসমঞ্চ নিৰ্মাণ করেন, উহার উচ্চতা প্রায় ৩৫ হাত এবং বেষ্টন ৯৪ হাত। পূৰ্ব্বোক্ত কয়েকটি বংশ ব্যতীত সাহাপুর, বয়ারডাঙ্গ, লাউডোব, সরল, ডুমুরপোতা প্রভৃতি স্থানের মণ্ডল, হাজিডাঙ্গা ও দাসকাটির জোতদার, টুঙ্গিপুরের বর্ষণ এবং পাৰমার প্রভৃতি স্থানের মীরধাগণও সমাজে সন্মানিত। जङ्गनिन इहण गान ७ नभशृङ उडत्र छोडिन्न भाषा निकगाण्डब tछहै। জাগিয়াছে। এবিষয়ে পো অপেক্ষা নমসূত্রেরা এবং যশোহর-খুলনা অপেক্ষ ফরিদপুরের নমসূত্রের অধিক অগ্রসর। গোপালগঞ্জ মহকুমা একটি প্রধান