পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠান রাজত্বের পরিণাম ও যশোর-রাজ্যের অভু্যদয় । ৬৭ দায়ুদ তাওীয় আসিলেন। তখনও তাহার উড়িষ্যার সৈন্ত আসে নাই, অথচ মুনেম খাঁ নিকটবৰ্ত্তা। সুতরাং তিনি আবার উড়িষ্যার দিকে পলায়ন করিলেন ; তাগু বিনা রক্তপাতে মোগলের করায়ত্ত হইল। টোডরমল্ল দায়ুদের পশ্চাতে চলিলেন। উড়িষ্যায় যে পাঠান বল ছিল, তাহা লইয়া জুনেদ খা + টোডরমল্লের দুই দল সৈন্যকে পরাজিত করিলেন। তখন সাহায্যার্থ মুনেম খাঁ আসিলেন এবং জলেশ্বরের নিকটবৰ্ত্ত মোগলমারী বা তুকারই নামক স্থানে এক ভীষণ যুদ্ধ হইল । এ যুদ্ধে পাঠানবীর গুজর খাঁ অমাহুষিক বীরত্ব দেখাইয়াছিলেন ; সে বীরত্বের ফলে মুনেম পরাজিত ও আহত হইয়া পলায়ন করিতে বাধ্য হন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ পাঠান সেনা তাহার অনুসরণ করিতে পারিল না। তখন মুনেম মহাকৌশলে পুনরায় সেনা সমাবেশ করিলে, হঠাৎ তীরের আঘাতে গুজর নিহত হক্টলেন ; দায়ুদের পরাজয় হইল, তিনি আবার পলায়ন করিলেন। এবার টোডরমল্ল তাহাকে সবেগে সমুদ্র পর্য্যন্ত অনুসরণ করিয়াছিলেন। তখন দায়ুদ অনদ্যোপায় ; তিনি মোগলের বগুত। স্বীকার করিয়া মুনেমের সহিত এক সন্ধি করিলেন। উড়িষ্য দায়ুদকে দেওয়া হইল ; মুনেম আসিয়া বঙ্গবিহারের কর্তা হইয়া গৌড়ে রাজধানী স্থাপন করিলেন। কিন্তু সে গৌড়ে আর নাই। বহুকাল ইষ্টতে বাঙ্গালার রাজধানীরূপে মমুম্বাবাসের ঘনসন্নিবেশবশতঃ গৌড় নানা ব্যাধির আকর-স্থল হইয়াছিল। এজন্তই সের খাঁ বা সুলেমান উহা পরিত্যাগ কবেন । মুনেমের সেদিকে লক্ষ্য ছিল না। ফলে অচিরকাল মধ্যে গৌড়ে এক ভীষণ মহামারী উপস্থিত হইল। উহাতে সে প্রাচীন নগরী একেবারে জনশূন্ত হইয়া গেল। মুনেম খাঁ স্বয়ং সে করাল ব্যাধিতে প্রাণত্যাগ করিলেন। সংবাদ আকবরের নিকট পৌঁছিলে, তিনি ব্যস্ত হইয়া হুসেনকুলি থাকে “ধ জাহান” উপাধি দিয়া বঙ্গেশ্বর করিয়া পাঠাইলেন (১৫৭৫ ); কিন্তু লাহোর হইতে সৈন্ত লইয়া খাঁ জাহানের বঙ্গে পৌঁছিতে একটু বিলম্ব হইল। ইত্যবসরে দায়ুদ উড়িষ্যা ও বঙ্গের সামস্তরাজগণের সাহায্যে সৈন্ত

  • ঐতিহাসিক নিজামউদ্দীনের মতে ( Eliot, vol v. P 38s দ্বায়ুজের খুল্লতাত পুত্র *वर ¢कब्रिखीब्र भरठ ठांशंद्र निtछद्र शूक छरेनन थे ।

t Daud was ackpowledged as King of Orissa and he gladly exchanged the throne of Bengal for the province of Örissa as a fief of the Moghul Emperor. Hunter's Orissa Vol. ii. p. 14. Akbarnaina (Beveridge ) III p. 184-5.