পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ-সুন্দরবনের বৃক্ষলতা । brసి বিশেষ মূল্যবান, এবং স্থায়ী, এবং বহু প্রয়োজনে লাগে। দক্ষিণবঙ্গ নদীপ্রধান দেশ, নৌকা ভিন্ন যাতায়াতের উপায় নাই। এক সময়ে সুন্দরীকাঠ নৌকা নিৰ্ম্মাণের প্রধান এবং সহজলভ্যউপাদান ছিল ; # কিন্তু এক্ষণে আর তেমন সুন্দর কাঠ পাওয়া যায় না। ইহার কয়েকটি কারণ আছে; প্রথমতঃ শুধু লবণাক্ত জলে সুন্দরীগাছ ভাল জন্মে না । যেখানে নদীস্রোত দ্বারা উপর হইতে মিঃ জল আসে, এবং জলে অধিক পরিমাণ পলি মিশ্রিত থাকে, সেই স্থানে সুন্দরীগাছ ভাল উৎপন্ন হয়। নিম্নবঙ্গের সমস্ত নদীগুলি পূৰ্ব্বে গঙ্গার শাখা প্রশাখা ছিল, সুতরাং সব নদী দিয়া পাৰ্ব্বত্য জলস্রোত আসিত। পলিমিশ্রিত সেই মিষ্টজল লবণাক্ত সমুদ্রজলের সহিত মিশিয়া সুন্দরগাছের জন্য উপযুক্ত উপকরণ প্রস্তুত করিয়া দিত। এজন্ত সুন্দরবনের সকল অংশে পূৰ্ব্বে ভাল মুন্দরীগাছ জন্মিত। এক্ষণে পশ্চিম ভাগের যমুনা, ইছামতী , কপোতাক্ষ ও ভৈরব প্রভৃতি সমস্ত নদীগুলির সহিত গঙ্গার সংযোগ-স্রোত এক প্রকার বন্ধ হইয়া গিয়াছে, এবং পদ্মার জল কেবলমাত্র মধুমতী প্রভৃতি নদী দিয়া পূৰ্ব্ববঙ্গে প্রবাহিত হয়। এজন্য পূৰ্ব্বভাগে যেরূপ সুন্দরীগাছের বৃদ্ধি ও সংখ্যাধিক্য আছে, পশ্চিমভাগে তাহা নাই । অতি নিরবচ্ছিন্ন লবণাক্ত স্থানে শুধু সুন্দরী কেন, অন্য ভাল কাঠের বৃক্ষও জন্মে না। } সে অঞ্চলে কেবল গরাণ ঝোপ দেখিতে পাওয়া যায়। দ্বিতীয়তঃ পুরাতন মুন্দরীগাছ যাহা ছিল, তাহ কাঠুরিয়ার অস্ত্রমুখে পতিত হইয়া প্রায় নিঃশেষিত হইয়াছে। সুন্দরবনের অন্তর্গত বাদ বা জঙ্গল পরিষ্কৃত হইয়া যত আবাদ বা

  • “The Sundri forests supply wood for boat-building to the 24, Pergannahs, to Jessore, to Backergunj, to Noakhali and other districts and also furnish wood for many purposes of domestic architecture “–Sir Richard Temple, Lieutenant Governor of Bengal who personally visited the Sundarbans in 1874.

+" which(Sundari) deteriorate gradually towards the west and south as the water of the rivers becomes more and more saline L. S. S. O'Malley's Khulna Gazetteer, pp 82;87, ১২ - - * *