পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ—সুন্দরবনের বৃক্ষলতা । ఫిలి যেখানে দেখা যায়, তাহার সন্নিকটে প্রচুর পরিমাণে গাবগাছ দেখিতে পাওয়া যায়। অন্ত দুই একটি গ্রাম্য বৃক্ষের বন্ত সংস্করণ যে না আছে, তাহী নহে, তবে প্রাচীন বসতির চিহ্নের সঙ্গে সঙ্গে গাবগাছ প্রায় সৰ্ব্বত্রই বিরাজ করিয়া বনস্থলীর সৌন্দর্ঘ্য বৃদ্ধি করে। অশ্বথবট এক নূতন জাতীয় বৃক্ষ হইয়াছে, হরিদ্রার গাছ শট হইয়া গিয়াছে, নানাপ্রকার লেবু বস্তপ্রকৃতি পাইয়াছে, কিন্তু গাবগাছ অবিকৃত আছে—সেই কৃষ্ণবর্ণ বৃক্ষগাত্র, সেই পত্রপ্রাচুর্য্যে ছায়াবাহুল্য, সেই নবকিশলয়োদগমে রক্তবর্ণের ছড়াছড়ি, এবং গাছভরিয়া সেই একই গ্রাম্যাস্বাদযুক্ত ফলের ভার—বনে যাইয় গাবগাছ শুধু বন্ত হয় নাই, বরং ঐতিহাসিকের মত প্রাচীনত্বের নিদর্শনসমূহ রক্ষা করিয়া লোকের কাছে সাক্ষ্য দিতেছে। মানুষেও গাবগাছের কাছে অনেক শিক্ষালাভ করিতে পারে ! গোলগাছ—ইহা নারিকেল জাতীয় গাছ (Palm ); তবে অধিক উচ্চ হয় না। নদী বা খালের কূলে জলের মধ্যে বা ধারে জন্মে ; গাছ যত বড় হয়, ততই নিম্নাংশ উচ্চ হইয়া না উঠিয়া গাছের মূলে সাপের মত জড়াইয়া থাকে এবং ক্রমশঃ নিম্ন দিক্ হইতে ক্ষয় পাইতে থাকে। নারিকেলের পাতার মত ইহার পাতাগুলি খুব বড় হয়, উহা নিম্নবঙ্গে খড়ের মত ঘর ছাইবার সুন্দর উপাদান রূপে ব্যবহৃত হয়। প্রতি সপ্তাহে সুন্দরবন হইতে অসংখ্য নৌকায় গোল বোঝাই করিয়া লইতেছে। সুতরাং গোলগাছ হইতে গবর্ণমেন্টের যথেষ্ট আয় হয়। গোলের ডাটা খুব শক্ত, শীৰ্ষগুলি কাঠের মত। গোলগাছে তালের মত ফলের কান্দি হয় এবং ভালশাসের মত গোলফল খাওয়া যায়। পাকিলে ফল অভক্ষ্য হয় । গিলে লতা ও বেত-সুন্দর বনের ভীষণ জঙ্গলের মধ্যে স্থানে স্থানে বহুকাল হইতে লতা জন্মিয় থাকে। ইহার মধ্যে গিলেলতা এরূপ দীর্ঘ ও সারবান হয় যে দেখিলে বিস্ময়াবিষ্ট হইতে হয়। অনেক সময়ে বড় গাছের গুড়ির মত লতার দীর্ঘতম দেখা যায়। বনের মধ্যে বেতও এইরূপ খুব বড় হয়। এই বেত গ্রাম্যজীবনে নানা কাজে লাগে।