পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&や যশোহর-খুলনার ইতিহাস। রাজ্যের নিম্নদেশে গঙ্গপ্রবাহের উভয় পারে এক ভীষণ অরণ্য ছিল, উহার নাম চম্পারণা। এখন উহা চম্পারণ জেলা। এই চম্পারণ্যের মধ্য দিয়াই গণ্ডকী বা সদানীরা নদী প্রবাহিত। যখন চম্পারণে ভীষণ জঙ্গল ছিল, তখন তাহারই নিম্নে এক বিস্তৃত চর পড়িতেছিল। ঐ চর হইতেই বিদেহ বা মিথিলার উৎপত্তি হয়। বিদেহ যে পূৰ্ব্বকালে সমুদ্রকুলে ছিল, তাহা ইহার তীরভূক্তি নাম হইতে স্পষ্ট বুঝা যায়। * বেদে উক্ত হইয়াছে যে এ প্রদেশ জলে মগ্ন হইত। সুতরাং মিথিলা তথন সুন্দরবনের মত নিম্নস্থান ছিল। মিথিলার বিস্তৃতি ছিল গণ্ডকী হইতে কৌশিকী পৰ্য্যন্ত। ক্রমে মিথিলা উন্নত হইলে, তথায় লোকের বসতি হয়। আমরা বৈদিক বিবরণী হইতে জানিতে পারি যে ঋষিগণ সরস্বতী নদীর উভয় পার্শ্ববর্তী দেশ হইতে পূৰ্ব্বমুখে আসিয়া, সদানীরা বা গণ্ডকী পার হইয় মিথিলাদেশে আগমন করেন এবং তখন হইতে এ প্রদেশে আর্য্যনিবাস স্থাপিত হয়। মিথিলার পূৰ্ব্বসীমা কৌশিকী বা কুশী নদী। কৌশিকী নদী যেখানে গঙ্গা হইতে উঠিয়াছিল, তাহ সমুদ্রের অতি নিকটবৰ্ত্তী ছিল। সম্ভবতঃ এই সময়ে গাঙ্গেয় উপদ্বীপ প্রথম সমুদ্রগর্ভ হইতে উত্থিত হয়। চন্দ্রদ্বীপের উৎপত্তিবিবরণীতে লিখিত হইয়াছে যে মহাদেবের ললাটানলদাহে জল বিলুপ্ত হইয়া পৃথিবী স্থলীভূত হইয়া যায়। ৪ এই ললাটানল সম্ভবতঃ ভূমিকম্প। ভূমিকম্প এইরূপ অকস্মাৎ উন্মেষের একটি কারণ হওয়া বিচিত্র নহে ; বঙ্গদেশে ভূমিকম্প দ্বারা এইরূপে জমি উন্নত বা অধোগত হওয়ার বিবরণ পাওয়া গিয়াছে। যাহা হউক, এইরূপ কোন আকস্মিক শক্তির বলে বহুবিস্তৃত চরভাগ জাগিয়া ছিল বটে, কিন্তু সৰ্ব্বত্র সমান উচ্চ হইয় উঠে নাই ; এবং সেরূপ হয়ও না ।

  • “গণ্ডকী-তীরমারভ্য চম্পারণ]ান্তগং শিবে

বিদেহতুঃ সমাখ্যাতন্তরভুক্তাভিধঃ সতু ॥” শক্তিসঙ্গমতন্ত্র । এই তীয়ভুক্তি হইতে ত্রিহুত হইয়াছে, কলিকাতার ত্রিহুতবাসী বা faহুতদিগের যে বাজার ছিল তাহ! এক্ষণে টেরেট বাজারে পরিণত হইয়াছে। এক্ষণে বেহারে একটি বিভাগের নাম ত্রিহুত । { শতপথ ব্রাহ্মণ ১,৪১১ • কৌশিকীস্তু সমারভ্য গণ্ডকীমধিগম্য বৈ "-বিষ্ণুপুরাণ १ “लगाछीनजनांtश्न विशौनः श् िछलः सह । স্থলীভুত চ পুথিবী শৈবালাং সুখকারিক ”