পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిg যশোহর-খুলনার ইতিহাস । (১) অগ্রদ্বীপ। উহারই মধ্যাংশের নাম (ক) কণ্টক দ্বীপ বা কাটোয়। তৎপরেই (২) নবদ্বীপ আরম্ভ। ইহা আবার ৯টি খণ্ড দ্বীপের সমষ্টি। অগ্রদ্বীপ ছাড়িয়া আসিলেই বর্তমান ভাগীরথীর উভয় পারে মাজদিয়া অঞ্চল লইয়া (ক) মধ্যদ্বীপ; একটু দক্ষিণে আসিয়া ভাগীরথীর পূর্বপারে (খ) সীমন্ত দ্বীপ-কাসিয়া ডাঙ্গ, বিম্বপুষ্করিণী ( বেলপুকুরিয়া) ও সরভাঙ্গা প্রভৃতি স্থান ইহার অন্তর্গত। এই স্থানে ধৰ্ম্ম নামে নৃপতি ছিলেন, তাহার নামানুসারে ধৰ্ম্মদ্বীপ বা ধৰ্ম্ম দহ { হইয়াছে। সীমন্ত দ্বীপ ছাড়িয়াই ভাগীরথীর পশ্চিম পারে (গ) রুদ্রদ্বীপ। পূৰ্ব্বস্থলী, শঙ্করপুর, রাজপুর বা রুদ্রডাঙ্গা ইহার অন্তর্গত। পূৰ্ব্বস্থলী বিখ্যাত স্থান। সম্ভবতঃ এইস্থানে স্থলভাগ প্রথম জাগিয়া ছিল এজন্ত ইহার নাম পূৰ্ব্বস্থলী। রুদ্রদ্বীপ ছাড়িয়া একটু দক্ষিণে আসিলেই পূৰ্ব্ব পারে ভাগীরথীর চক্রাকার প্রবাহের অন্তর্ভাগে (ঘ) অন্তদ্বীপ এবং পশ্চিম পারে (ঙ) মোদক্রম দ্বীপ। মায়াপুর বা মিঞাপুর এবং ভারুইডাঙ্গা প্রভৃতি স্থান ইহার অন্তর্গত। মায়াপুরে চৈতন্ত দেবের জন্ম হইয়াছিল । অন্তদ্বীপেই প্রাচীন নবদ্বীপ রাজধানী ছিল। এখন সেনরাজগণের বিস্তীর্ণ রাজধানীর ভগ্নস্তুপ ও বল্লালদীঘি পূর্ব পরিচয় প্রদান করিতেছে। পশ্চিম পারে একডাল, মহৎপুর প্রভৃতি স্থান মোদক্রম দ্বীপের স্থান নির্দেশ করিতেছে। উহারই দক্ষিণে (চ) জহ্ন দ্বীপ বা জান: নগর প্রভৃতি স্থান। ইহা বর্তমান নদীয়া সহরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। জলুদ্বীপের দক্ষিণাংশে (ছ) ঋতুদ্বীপ; রাউতপুর, বিষ্ঠানগর প্রভৃতিস্থান। { ভাগীরথীর অপর পারে গাদিগাছ, সুবর্ণবিষ্কার প্রভৃতি স্থান লইয়া (জ) গোক্রমদ্বীপ এবং ঋতুদ্বীপের দক্ষিণাংশে সমুদ্রগড় প্রভৃতি স্থান লইয়া প্রাচীন (ঝ) কোলদ্বীপ। এই নয়টি দ্বীপ লইয়া নবদ্বীপ।

  • “অগ্রদ্বীপস্ত মধ্যাপী কণ্টক ইতি কথাতে”–এড় মিত্রের কারিকা।

ধর্শ্বনাম নৃপগুস্ত কেশরী রাগ্নি সংজ্ঞিত: | জন্ত দ্বীপস রাজা বচ্চত্রাগ্রৗপয়েশ্চি ম:। এ মিশ্র। ? शबई गत्रिको प्रशंकर लागितांजा उग्रश्न हिल बगइ क्श् (क्इ अश्ष क्षर्वािई {छहेों *ांशेठtछून । * .