পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ—উপবঙ্গে দ্বীপমালা । > ケや ব্যবহার্য্য বস্থাদি গিরিমাট দ্বারা গৈরিক বর্ণ করিয়া লন। এই গৈরিকের সহিত বালুক মিশ্রিত হইয়া, এদেশের উর্দ্ধতন মটর বর্ণ প্রকাশ করিয়াছে। নিম্ন বঙ্গে থাকিয়া গঙ্গাজলের গৈরিকে দ্বীপ স্বষ্টি করিয়াছিল, এবং গঙ্গ এইরূপে দ্বীপের পর দ্বীপ স্বজন করিতে করিতে সমুদ্রাভিমুখী হইয়াছিলেন। নবনিৰ্ম্মিত দ্বীপসকলের যেমন নামকরণ হইতে লাগিল, উহাদের নামের সহিত অনেক স্থানে দ্বীপ বা দ্বীপবোধক শব্দ যুক্ত হইয়া থাকিতে লাগিল। ঘটককারিকা এবং বৈষ্ণব গ্রন্থাবলীতে এই সকল দ্বীপের বিবরণ ও সীমা দেওয়া হইয়াছে। সেনরাজগণের সময়ে যখন নবদ্বীপে রাজধানী ছিল, তখন সেই নবদ্বীপ রাজ্য গঙ্গা-গর্ভোখিত বহু সংখ্যক দ্বীপমালায় বিভক্ত ছিল ; x ইহার মধ্যে ১২টি দ্বীপ প্রধান। ঐ বারটির মধ্যে নবদ্বীপ একটি এবং সেই নবদ্বীপ পুনরায় নয়টি দ্বীপের সমষ্টি। } প্রধান বারটির অন্যান্ত দ্বীপের মধ্যেও দুই একটি করিয়া খণ্ড দ্বীপ আছে। সুতরাং দ্বীপের সংখ্যা অনেক। চর হইতে যখন ভূমি উচ্চ হইয়া, কৃষি ও মনুষ্যাবাসের উপযুক্ত হয়, তখনই উহার নামকরণ হয়। হয়ত কোন দ্বীপের এইরূপ নামকরণ হওয়ার পূৰ্ব্বেই উহা অন্ত দ্বীপের সহিত মিলিয়া নিজের অস্তিত্ব হারাইয়া ফেলে। এভাবেও অনেক দ্বীপের নাম আমরা জানিতে পারি নাই। এই জানিত ও অজানিত বহু সংখ্যক দ্বীপের সমষ্টি লইয়া গাঙ্গেয় উপদ্বীপ গঠিত হইয়াছে। উহার সমস্ত স্থানের ভৌম প্রকৃতি হইতেও ঐ একই কথা প্রতিপন্ন হয়। পূৰ্ব্বেই বলা হইয়াছে প্রাচীন নবদ্বীপ রাজ্য প্রধানতঃ দ্বাদশটি দ্বীপে বিভক্ত। আমরা প্রথমতঃ ভাগীরথীর প্রবাহপথে উহাদের মধ্যে কতকগুলির অবস্থান নির্ণয় করিব। ভাগীরথী-পথে মুর্শিদাবাদ অঞ্চলে কতক দূর আসিলে সৰ্ব্বাগ্রেই গঙ্গাগর্ভেখিহে। দ্বীপে স্বীপপুঞ্জের্ষহিষ্কৃতঃ। প্রতীচ্যং হস্ত দেশস্ত গঙ্গা ভাষ্টি নিরস্তরম্ ॥ अछभिण्डद्र कब्रिक। “নয়দ্বীপে নবদ্বীপ নাম, পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম।” নরহরি চক্ৰবৰ্ত্তি কৃত নবদ্বীপ পরিক্রমা” BBBB D DDD DD BBB BBBBBB BBBDD DDBB BBB B BBBD মত আছে, তাহ গ্ৰাহ বলির বোধ হয় না। নাগকানীি”—এগু ।