পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি হিন্দু যুগ। }(t) সগরদ্বীপ যুগযুগান্তর ধরিয়া একটি তীর্থস্থানে পরিণত হইয়া রহিয়াছে। ইহা পূৰ্ব্বে একটি সমৃদ্ধ জনপদ ছিল। পাঠান যুগে শ্ৰীমন্ত সওদাগরের সময় হইতে মোগল আমল পৰ্য্যন্ত সগরদ্বীপের অবস্থা কবিকঙ্কণের বর্ণনা হইতে জানা গেল। ইহার অব্যবহিত পরেই প্রতাপাদিত্যের যুগ। সে সময় সগরদ্বীপ র্তাহার একটি প্রধান নৌবাহিনীর আড্ডা এবং শাসনকেন্দ্র ছিল। তিনি সগরদ্বীপের শেষ নৃপতি বলিয়া উক্ত হইয়াছেন। বৈদেশিকের প্রতাপাদিত্যকে চ্যাণ্ডিকানের (chandecan) অধীশ্বর বলিয়া বর্ণনা করিয়াছেন। কেহ কেহ অনুমান করেন যে সগরদ্বীপই চ্যাণ্ডিকান + প্রতাপাদিত্যের পতনের পরও সগরদ্বীপের ভাল অবস্থা ছিল। ১৬৮৮ খৃষ্টাব্দে ইহাতে দুই লক্ষ লোকের বাস ছিল বলিয়া কথিত হইয়াছে। কিন্তু ঐ বৎসরই সহসা এক ভীষণ জলপ্লাবনে উহা নিমজ্জিত হয় এবং তদবধি আর উঠে নাই। অনেক চেষ্টা করিয়াও ইহাতে আবাদ পত্তন করা যায় নাই।8 এখন পৌষ-সংক্রান্তিতে ২১ দিনের জন্য বহুসংখ্যক যাত্রী সগরদ্বীপে বা গঙ্গাসাগরতীর্থে যাইয়া থাকে। এখানে কোন লোকের বসতি নাই। কেবলমাত্র জঙ্গলের মধ্যে ২১টি প্রাচীন ভগ্ন মন্দিরে কিছু প্রাচীন নিদর্শন রাখিয়াছে । মহাভারতীয় যুগে সমগ্র বঙ্গদেশে আর্য্য-সভ্যতা সুপ্রতিষ্ঠিত হইয়াছিল। যুধিষ্ঠিরের রাজস্থয় যজ্ঞের প্রাক্কালে পাণ্ডবেরা যখন দিগ্বিজয়ে বহির্গত হন, তখন

  • হরিশ্চন্দ্র তর্কালঙ্কার প্রণীত “রাজা প্রতাপাদিত্য চরিত্রের” মুখপত্রেই এই পংক্তিটি to ass:—"The last king of Saugor Island"; cool ore two wielost &lfate off afé I See Calcutta Edition, 1856.
  • প্রসিদ্ধ ঐতিহাসিক স্ত্রীযুক্ত নিখিলনাথ রায় প্রাচীন ম্যাগ হইতে প্রমাণ করিতে চেষ্টা DDDD D DDDDBB BBBBS BBBD DD DD DBB DDDDDS প্রতাপাদিত্য, উপক্ৰমণিক, ১৩৬–১se পৃঃ। এ বিষয়ে আমাদের যাহা বস্তুবা থাকে ॐउt*itतििङ] ॰वश्व शकिलङ् ।

+ t “Two years before the foundation of Calcutta, it (Sagar Island) *ontained a population of 200,000 souls, which in one night in 1688 was swept away by an innundation.” An article on ‘Calcutta in the olden time” in Calcutta Review, No. xxxvi. o . ." $ "As early as 1811 one Mr. Beaumont applied for lease &c, and "tempt went on up to 1820 and failed completely. It is now almost "inhabited" Sir W. Hunter's Statistical Accounts. Vol. i. prర్లిడ్స్