পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমতটে চীন-পর্য্যটক। צילל এসিয়াটিক সোসাইটিতে উপহারস্বরূপ প্রেরণ করেন। মুদ্রাগুলির কতকগুলি চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত ও স্কন্ধগুপ্ত প্রভৃতি গুপ্ত রাজগণের মুদ্রার মত, তাহাতে সন্দেহ নাই। রাজা রাজেন্দ্রলাল মিত্র ইহার তিনটি মুদ্র সম্বন্ধে আলোচনা করেন। * এই তিনটি মুদ্রায় একটি কর্ণসুবর্ণরাজ শশাঙ্কের, দ্বিতীয়টি কোন পরবর্তী গুপ্ত নৃপতির এবং তৃতীয়টি সম্বন্ধে এখনও কোনও স্থির মত ধাৰ্য্য হয় নাই। مستہہ سکتے ہ) --- ما ষষ্ঠ পরিচ্ছেদ—সমতটে চীন-পর্য্যটক। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্ব কালে ৪০০ খৃষ্টাব্দে ফা-হিয়ান নামক একজন চীনদেশীয় ভ্রমণকারী ভারতবর্ষে আগমন করেন। বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ এবং মূৰ্ত্তি ংগ্রহই তাহার প্রধান সাধনা ছিল, সুতরাং তাহার বিবরণীতে দেশের কোন বিশেষ ইতিহাস নাই। তিনি সমতটে আসেন নাই, সাধারণভাবে ভারতবালীর চরিত্র সম্বন্ধে দুই চারি কথা লিখিয়া গিয়াছেন। মহারাজ হর্ষবৰ্দ্ধনের রাজত্বকালে সুবিখ্যাত ইউয়ান চোয়াং এদেশে আসেন। তিনি ৬২৯ হইতে ৬৪৫ খৃষ্টাব্দ পর্য্যন্ত কাল মধ্যে ভারতবর্ষের অধিকাংশ স্থান পরিদর্শন করেন। র্তাহার বিরাট বিবরণীতে ভারতের তাৎকালিক ইতিহাস সম্বন্ধে বহু প্রয়োজনীয় কথা আছে। তিনি ৬৩৯ খৃষ্টাব্দে সমতটে আসেন। র্তাহার বর্ণনা হইতে বুঝা যায় যে, সমুদ্রকুলবর্তী সমস্ত উপবঙ্গ বা গাঙ্গেয় বদ্বীপ সমতটের অন্তভুক্ত ছিল । * তাহার বিবরণী হইতে জানা যায়, তিনি “কামরূপ হইতে দক্ষিণ মুখে ১২১৩ শত লী ভ্রমণ করিয়া সমতট দেশে উপনীত হন। এই দেশ সমুদ্রকুলে অবস্থিত বলিয়৷ নিম্ন এবং আর্দ্র। ইহার পরিধি ৩০০০ লী এবং ইহার রাজধানীর পরিধি ২০ণী হইবে। এদেশে ৩০টির অধিক বৌদ্ধ সংঘারাম এবং বৌদ্ধ স্থবির সম্প্রদায়ের ২••• এর অধিক • Notes on three ancient coins found at Mahammadpur in the Jessore Đistrict, J. A. S. B. 1852 Vol. XXI, p. 401. t Cunningham's Ancient Geography p. 593.