পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ –সেনরাজত্ব । মহারাজ মহীপালের রাজত্ব কালে সামন্ত সেন নামক একব্যক্তি কর্ণাট দেশ হইতে আসিয়া সুবর্ণরেখা নদীতীরে এক ক্ষুদ্র রাজ্য স্থাপন করেন। সিরাজগঞ্জের তাম্র শাসন হইতে জানা যায় তিনি কর্ণাট ক্ষত্ৰিয় । * তৎপুত্র হেমন্ত সেন ; তিনি একজন প্রসিদ্ধ যোদ্ধা ছিলেন। হেমন্তের পুত্র বিজয় সেন। তিনি বরেন্দ্র মণ্ডলে আসিয়া রাজ্য স্থাপন করেন। } হেমন্ত সেন বা বিজয় সেনের সহিত বিবাহস্থত্রে শূরবংশীয় নৃপতিদিগের সহিত সম্বন্ধ হইয়াছিল। } বিজয় সেনের বরেন্দ্রাধিকার উপলক্ষে গোঁড়াধিপ পাল রাজের সহিত যুদ্ধসংঘর্ষ উপস্থিত হইয়াছিল। তজ্জন্তই মদন পাল মগধে বিতাড়িত হন। সেখানে তাহার আরও কিছুকাল রাজত্ব করিয়াছিলেন। বিজয় সেন কামরূপ ও কলিঙ্গ জয় করেন এবং মিথিলাধিপতি নান্ত দেবকে পরাজিত ও কারারুদ্ধ করেন। বরেন্দ্র মণ্ডলে

  • “বংশে কর্ণাটক্ষত্রিয়নাম জনি কুলশিরোদাম সামন্তসেনঃ” + বল্লালসেনকৃত “দ্বানসাগর গ্রন্থে” আছে —হেমস্তসেনের পর,

"ঙদমু বিজয়সেনঃ প্রাদুরাসাং বরেন্দ্রে” ঃ “অপুৰ্ব্বভক্তির্ভবদেবদেবেম্বন্ধে শশাঙ্কস্মররন্থশাকে। জাতো বিজয়সেনে গুণিগণগণিতস্তস্ত দৌহিত্রবংশে।" 4. সম্বন্ধতত্ত্বার্গব । শশাঙ্ক-১, স্মর—৫, রন্ধু—৯, উণ্টইয়। ৯৫১ শকে ১৯৯ খৃষ্টাব্দ হয়। ইহাই বিজয় সেনের জন্ম তারিখ বলিয়া উক্ত হইয়াছে। বাঙ্গালীর পুরাবৃত্ত, ২৪৯ পৃঃ। শ্ৰীদুৰ্গাচরণ সাঙ্গল প্রণীত 'বাঙ্গালার স মাজিক ইতিহাসে” দেখিতে পাই শুরবংশীয় চন্দ্রসেনের জামাতা ছিলেন বিজয় সেন । কিন্তু তিনি শিবভক্ত পরম যোগী, নিঃসন্তান শ্বশুরের রাজত্বলাঙ্গে স্বীকৃত হল না । “সেকশুতোদরায়” দেখিতে পাই,বিক্রমপুরে রামপালের মৃত্যুর পর দেবাদেশে বিজয়সেনকে রাঙ্গ মনোনীত করা হয়। যদিও সান্তাল মহাশয় ভু যকায় বলিয়াছেন যে, “তৎকৃত ইতিহাসে সম্পূর্ণ অমূলক কোন বৃত্তাস্ত নাই ।” তথাপি তিনি কোথায়ও কোন প্রমাণ উদ্ভূত করেন নাই বলির তাহার মত অসঙ্কোচে গ্রহণ করা কাঠৰ হয় । বিশেষতঃ উপরোক্ত লারেন্দ্রকুল-পঞ্জিকাथुङ बरुत्नम्न अश्ऊि ऊंशः कथाब्र विप्ञष श्ञ । “cमकक्षडामग्रा” नाना काब्रनिक भप्छ अभूि বলিয়া ঐতিহাসিকের উপজীব্য হইতে পারে না। বিশেষতঃ আমরা রামপালের পর কুমার পালকে তদীয় বীর সেনাপতি বৈদ্যদেবেং সাহায্যে কিছুকাল রাজত্ব করিতে দেখি । কুমাৰ পালের পরও বিক্রমপুরে পাল রাজত্বের শেষ হয় নাই । সেকশুভোদয়ার একটা শ্লোকের ( প্রশিবচন্দ্র শীল দ্বারা ) পরিশোধিত পাঠ “শাকে যুগ করেণুরস্ক গণিঙ্গে” হইতে জানা যায়, বাম পাল ৯৮৮ শাকে বা ১৯৬৬ খৃষ্টাব্দে পরলোক গন্ত হন। স্বতরাং বিজয় সেনের রাজৰ ইহার পরে আরম্ভ হইয়াছিল এরূপ অনুমান করা যায় । [ বাঙ্গালীর নামাজিক ইতিহাস, ১৯পূ:, সাহিত্য, ১৩-১ বৈশাখ ৮১৪ঞ্চ, J A. S. B 1804 গোবিন্দচন্দ্র গীত,৭৩%। সাহিতঃ ১৩২•, চৈত্র ৪৬-পূঃ গৌড়রাজনাল, উপক্রমণিকা, /-পৃষ্ঠা)