পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۳متبت۔۔۔۔۔۔۔۔~" =শোহুৰ-খুলমূলাৰ ইতিহাস প্রথম অংশ—প্রাকৃতিক ● -6 పరి= প্রথম পরিচ্ছেদ-উপক্রমণিকা । যুক্ত জেলা—বঙ্গদেশে গ্রেসিডেন্সী বিভাগের পূর্বাংশই যশোহরুখুলনা জেলা। যশোহর অতি প্রাচীন রাজ্য। অতি অল্পদিন হইল (১৮৮২) খুলনা ইঙ্গ হইতে বিচ্যুত হইয়া পৃথক্ জেলারূপে পরিণত হইয়াছে। পৃথক হইলেও ইঙ্গদের প্রাচীন ইতিবৃত্ত পৃথক্ করা যায় না ; পৃথক্ হইলেও ইহাদের সামাজিক ও অন্য প্রকৃতি প্রায় একই আছে। সুতরাং এই দুইটি জেলা যুক্তরূপেই বিচার করা উচিত। এই যুক্তজেলা বঙ্গদেশের মধ্যভাগে অবস্থিত। যশোহরের দক্ষিণে খুলনা ; উভয় জেলা একত্র উত্তর-দক্ষিণে দীর্ঘ এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত। দামা—এই যুক্ত জেলার পূৰ্ব্বে বাখরগঞ্জ ও ফরিদপুর জেলা, উত্তরে নদীয়া জেলা, পশ্চিমে নদীয়া ও চব্বিশ পরগণা জেলা, এবং দক্ষিণে ২৪ পরগণা ও বঙ্গোপসাগর। পূৰ্ব্বদক্ষিণ কোণ হইতে আরম্ভ করিলে, যথাক্রমে মধুমতী, গৌরী (গোরাই), কুমার, ইচ্ছামতী, যমুনা ও কালিন্দী নদী এবং বঙ্গোপসাগর— এই প্রাকৃতিক পরিখা দ্বারা ইহা চতুর্দিকে বেষ্টিত; কেবলমাত্র পশ্চিমোত্তর কোণে তিন চারি স্থলে ইহার কোনও প্রাকৃতিক সীমা নাই। সেখানে নীয়া - এবং চব্বিশ পরগণাই ইহার সীমা। মধুমতীর তীরন্থ মাণিকদহ হইতে সিদ্বিপাশ, রাজঘাট, গৌরঘোন, সাগরদাড়ি ও ত্রিমোহিনী দিয়া চাদুড়িয়া পর্যন্ত বিস্তৃত অীকাবাকা রেখা উভয় জেলাকে পৃথক্ করিতেছে। অবস্থান—এই যুক্তজেল উত্তর নিরক্ষ ডিগ্রী ২১৭৩৮ কলা হইতে ডিগ্রী ২৩"৪৭ কলার মধ্যে এবং পূৰ্ব্ব দ্রাঘিমা ডিগ্রী ৮৮৪-কিল হইতে ডিগ্রী৮৯ ৫৮। কলার মধ্যে অবস্থিত। উভয় জেলার এখন কী শেল ও রাষ্ট্ৰই