পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૧ીઝ যশোহর-খুলনার ইতিহাস । দ্বিতীয়তঃ নগেন্দ্র বাবু প্রভৃতি বলিতেছেন যে ১২৮০ খৃষ্টাব্দে বুলবনের আক্রমণের পর ২০ বৎসরের মধ্যে দনুজমাধবচন্দ্রদ্বীপে রাজ্য প্রতিষ্ঠা করেন। তিববতীয় গ্রন্থকার তারানাথের মতেও ১৩০০ খৃষ্টাব্দে সেনবংশের প্রকৃত রাজত্ব শেষ হয়। তাহা হইলে ধরিতে পারি ১৩০০ অব্দে দনুজমাধব চন্দ্রদ্বীপে রাজ্য স্থাপন করেন। র্তাহার পর ৪ জন চন্দ্রদ্বীপে রাজত্ব করেন। পঞ্চম রাজার নাম পরমানন্দ রায় । ৪ জনের রাজত্বকাল মোট ১৫০ বৎসর ধরা যাইতে পারে। দনুজমাধব ১২৫০ অব্দে সুবর্ণগ্রামে রাজ্যারোহণ করিয়াছিলেন বলিয়া উক্ত হয় । তাহা হইলে তিনি ১৩০০ অব্দের পর অধিক দিন জীবিত ছিলেন না। যদি তাহার রাজত্ব আরও ১৫ বৎসর ধরা যায়, তাহ হইলে পরমানন্দের রাজত্ব ১৪৬৫ খৃষ্টাব্দে আরব্ধ হইয়াছে, বলিতে পারি। কিন্তু আইন আকবরীতে পাইতেছি যে আকবরের রাজত্বের ২৯শ বৎসরে অর্থাৎ ১৫৮৫ খৃষ্টাব্দে বাকলায় (চন্দ্রদ্বীপে ) যে জলপ্লাবন হয়, তখন পরমানন্দ রায় অল্পবয়স্ক যুবক। * তাহ হইলে এই ১২০ বৎসর কালের কি গতিবিধান করা যায়, বুঝিতে পারিতেছি না। তৃতীয়তঃ বিখ্যাত ঐতিহাসিক শ্ৰীযুক্ত নিখিলনাথ রায় মহাশয় দেখাইতেছেন যে পাঠান বিজয়ের পর লক্ষ্মণ সেনের বংশধরগণ ১২০ বৎসর বিক্রমপুরে রাজত্ব করেন এবং পরে তাহারা চন্দ্রদ্বীপে একটি ক্ষুদ্র রাজত্ব স্থাপন করেন। † সুতরাং ( ১২০০ খৃষ্টাব্দে পাঠান বিজয় ধরিলে ) ১৩২০ খৃষ্টাব্দ পর্য্যন্ত পূৰ্ব্ববঙ্গে সেনরাজত্ব ছিল। তাহা হইলে ৭০ বৎসর রাজত্বের পর অতিবৃদ্ধ দনুজমাধবকে চন্দ্রদ্বীপে নবরাজ্য পত্তন করিতে হয় । ইহা সম্ভবপর বলিয়া বোধ হয় না । বিশেষতঃ দনুজমাধবই বিক্রমপুরের শেষ সেনরাজা নহেন, তাহার পরেও তদ্বংশীয়গণ প্রায় একশতবর্ষ তথায় রাজত্ব করিয়াছিলেন । চতুর্থত: সমস্ত সন্দেহের নিরসন পক্ষে আমাদের নবাবিষ্কৃত দনুজমর্দনের রজতমুদ্রাই অকাট্য প্রমাণ। পূৰ্ব্বোক্ত মুদ্রাত্রয় হইতে সপ্রমাণ হইয়াছে যে দনুজমর্দনের রাজ্য প্রতিষ্ঠার তারিখ ১৪১৭ । যে দনুজমাধব ৩০ বৎসর রাজত্বের পর ১২৮০ খৃষ্টাব্দে সম্রাট, বুলবনকে সাহায্য করিয়াছিলেন, তিনি আর ১৩৭

  • Gladwin's Ain-i-Akbari, published by 1. P. Society, p. 3બં Beveridge's Bakarganj, p. 27.

+ প্রতাপাদিত্য (খ্ৰীনিখিলনাথ রায় ), উপক্ৰমণিকা, ৬৭ খৃঃ।